‘ওপেন রিলেশনশিপ’— এর অর্থ কী?

in a open relationship :
কথায় আছে অল্প বিদ্যা ভয়ংকরী।
সেই রকম অল্প বিদ্যান
মানুষেরা যারা ওপেন রিলেশনশিপ
ফেসবুকে ঝুলিয়ে রেখেছেন
তারা কি জানেন এর সঠিক অর্থ কি? ওপেন
মানে হল খোলা।
খোলা মানে আপনার আর কোন
বাধা নেই। তবে একজন আছে। আপনার
প্রেমিকা অথবা প্রেমিক।
যে কিনা আপনাকে পরকিয়া করার
অনুমতি দিয়ে নিজেও অনুমতি নিয়েছে। ফেসবুক বলছে:
An
open relationship means “I’m
going to
dump this lame person as soon
as I
get the proper chance to do it.” পশ্চাত্য দেশে 'হল
পাস'
বলে একটা কথা আছে। ওরা প্রেম
করতে করতে এক সময়
দেখে রিলেশনে প্যাচ
লেগে যাচ্ছে। খালি অশান্তি আর
অশান্তি। শান্তি আনতে একে অন্যকে কিছু
সময়ের জন্য 'হল পাস' দিয়ে দেয়।
এর অর্থ হল যাও ফুর্তি কর
যা ইচ্ছে কর। তুমি এক দিন, এক
সপ্তাহ বা কিছু সময়ের জন্য মুক্ত।
তুমি চাইলে এই সময় অন্য কারো সাথে ডেট ও
করতে পার।
ইয়ে টিয়ে কিয়েও করতে পার। এই
মিনটাইম
সময়টা তারা দিয়ে রাখে in a
open relationship. so বুদ্ধিমান
বাঙ্গালিরা বুদ্ধি খরচ করুন আর
জলদি নিজের স্টাটাস বদলে ফেলুন। টপিক#
Interest in: Men, Women আপনি পুরুষ অথচ আপনার
Interest
in : Men আপনি সমকামী। আপনি পুরুষ অথচ
আপনার interest in:
men & women আপনি উভয়কামী।
(মেয়েদের বেলায় ও একই
কথা প্রযোজ্য।) বাকিটা নিজ দ্বায়িত্বে বুঝে নিন।
না থাক বুঝিয়েই দেই। ইন্টারেস্ট
রাখুন বিপরীত লিঙ্গের প্রতি।
লজ্জ্বা পাবেন না।
নাহলে সমকামী বা উভয়কামী সোসাইটির
কেউ আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে বলে ফেলতেই
পারে,
তুমারে আমার সেই ভাল্লাগে।
beware gay everywhere. টপিক#
সিঙ্গেস স্টাটাস ধারী মিঙ্গেল। আপনি মিঙ্গেল
মানে প্রেমে প্রায়
হাবুডুবু খাচ্ছেন। অথচ আপনার
ফেসবুক স্টাটাস সিঙ্গেল। হোয়াই
ম্যান? হোয়াই ওম্যেন? অজুহাত দিবেন তো?
ফ্যামিলি জেনে যাবে? এ কেমন
ভালবাসা আপনার যে প্রকাশ
করতে ভয় পান?
আপনি বরং ফ্যামিলিকে অজুহাত দিন
না.. সিঙ্গেল থাকলে ফেসবুকের লুল পুরুষ
লুল নারীর কুনজরের স্বীকার হচ্ছেন
আপনি? পারবেন না এই ছোট্ট
অজুহাত দিতে?
না পারলে আপনি নিজেই লুল পুরুষ
অথবা লুল নারী। আপনার ভালবাসায় খাঁদ
আছে। নায়াগ্রা জলপ্রপাতের
চেয়েও বিশাল সে খাঁদ। ফেসবুকের নব্বই শতাংশ টিন
এজ
ছেলেরা আসে ফ্লার্ট করতে আর
মেয়েরা আসে ফ্লার্ট খেতে।
আমি বিবাহিত পুরুষ এবং মহিলাদের
ইনবক্স দেখেছি। মাঝরাতের অনেক
ম্যাসেজগুলো প্রায় প্রায় অশ্লীল হয়ে যায়।
কি বললেন? আপনি সামাজিক
প্রানী? আপনি ফেসবুকে সমাজ
করতে আসেন?
তাহলে একটা কথা জেনে রাখুন।
জুকারবার্গ যখন প্রথম ফেসবুক
বানালো তখন তার ক্যাম্পাসের সব
আবেদনময়ী তরুনীদের ছবি আপলোড
করে দিয়েছিল। তারপর বন্ধুদের
বলেছিল, 'ভোট ফর দ্যা সেক্সিয়েস্ট
গার্ল।'
একমাত্র ডেটিং সাইট হিসেবে চালু
হওয়া ফেসবুকের প্রথম দিকের উদ্দ্যেশ্যই ছিল মনের
মানুষ
খুজে পাওয়া। সেই উদ্দেশ্য
এখনো আছে। people you may
know এর মাঝে কিন্তু আপনার
ম্যাচিংকেই সাজেস্ট করে ফেসবুক। So লুলায়িত
জাতি রিলেশন
করলে হয়ে যাও In a relationship. টপিক#
ফেসবুক বিড়ম্বনা। জাতীয় ফেসবুক নারী সমাজ।
তোমরা ওড়না ছাড়িয়া বাথরুমে বসিয়া খিচ্চ্যা যেসব
আয়না সেলফি তোল তাহা কি বাসায়
জানে? নাকি ইহা তোমাদের
আবেদনময়ী হবার
একটা ঢঙী প্রচেষ্টা? মেয়েরা সব সময় দুই রকম।
এক রকম
যাদের কিছুতেই কিছু যায় আসে না।
এই লেখা তাদের জন্য না।
আপুরা তোমরা যেভাবে ইচ্ছে ছবি দাও।
আমরা বিনোদিত হই। তুমিও আনন্দিত
হও। সব পুরুষই গোপনে অশ্লীল। সব নারীই অন্তরের
ভিতরে অশ্লীল।
অশ্লীলতা গোপন রাখার জিনিশ।
সবাই জেনে গেলে সেটা আর অশ্লীল
থাকে না। নোংরামী হয়ে যায়। যেসব
মেয়েরা যাদের কিছু কিছু
যায় আসে তারা, তোমরা বক্ষ
উচাইয়া কোমর বাঁকাইয়া যে সব
আবেদনময়ী ছবি ফেসবুকে দাও
তোমরা কি জানো বর্তমানে রেডিও
মুন্না আর তাহসানের পেজের
পরে বাংলাদেশে জনপ্রিয়
পেজগুলো হল 'চটি পেজ।' ধরা যাক
তুমি একটা ছবি আপলোড
করলে। আপলোড করা ছবি চলে গেল,
'বাংলাদেশী মেয়েদের বড় বড়
দুধের বাজার' পেজের এডমিনের
হাতে। এডমিন তোমার ছবি আপলোড
করে দিয়ে ক্যাপশন দিয়ে দিল, 'আজ
রাইতে মালডারে পাইলে কে কি করবেন?
পেজের লাইক দেড় লাখ, পোস্ট রিচ
পনের লাখ। পনের লাখ পিপল
সি ইউ। Now u decide what u
should do. তাহলে কি ফেসবুকে ছবি আপলোড
দিব না? কেন দেবেন না?! অবশ্যই
দিবেন। 'ক্লোজ আপ পোট্রেইট
ফটোগ্রাফি' বলে একটা কথা আছে।
গুগলে সার্চ দিলেই পেয়ে যাবেন।
শুধুমাত্র ফেইস এর ছবি যে কতটা সুন্দর
করে তোলা যায়
না দেখলে বুঝবেন না। একজন মেয়ের সমস্ত সৌন্দর্য
তার
মুখমন্ডলে। সেই সৌন্দর্য
ফুটিয়ে তুলুন
সেলফি কাউফি বাথরুমফি বা যে কোন
উপায়ে। শুধু খেয়াল রাখবেন
আপনি কি দেখাচ্ছেন আর লোকে কি দেখছে।
হ্যাপি ফেসবুকিং।

Total Pageviews