মুভি রিভিউ:- “ইনস্পেক্টর নটি কে”

শ্রেষ্ঠাংশে:- জিৎ, নুসরাত ফারিয়া, চম্পা, সুপ্রিয় দত্ত, সুভদ্রা, খরাজ মুখার্জী, শহীদুল ইসলাম সাচ্চু সহ অনেকে।
পরিচালক:- অশোক পতি
প্রযোজক:- জিৎস ফিল্ম ওয়ার্কস ও জাজ মাল্টিমিডিয়া।



নটবর খাঁড়া (জিৎ) চমকাইতলার বিখ্যাত খাঁড়া পরিবারের ছেলে, সে চায় ইন্সপেক্টর হতে। তাই ইতালি গিয়ে পুলিশ সুপারের ব্যক্তিগত কাজ করে দিয়ে সে ইনস্পেক্টর হওয়ার ফন্দি আঁটে। কিন্তু ইতালি গিয়ে সে প্রেমে পড়ে সত্যিকারের পুলিশ সামীরার (ফারিয়া)। নটির সামীরার ভালবাসা পাওয়া এবং ইনস্পেক্টর হওয়া নিয়েই ছবির গল্প।

#জিৎ : বাংলা কমার্শিয়াল সিনেমার সংজ্ঞা বলতে যা বোঝায় সব উপাদানই একদম বুঝে শুনে ব্যবহার করেছেন জিৎ! ঠিক জায়গায় গান, বিদেশের চোখজুড়ানো লোকেশন, ঝকঝকে ফ্রেম, ইতালিয়ান বদমাশদের পেটানো আর সব কিছুর উপর ছড়িয়ে আছে জিতের ‘স্টারডম’ এফেক্ট এক কথায় এটাই “ইন্সপেক্টর নটি কে”। বরাবরের মতন অসাধারণ অভিনয় করেছে জিৎ।

#ফারিয়া : ফারিয়ার মিষ্টি অভিনয় আপনার মন ছুঁয়ে যাবেই। চরিত্রের সাথে দারুণ মানিয়েছে ফারিযাকে। বাংলা সিনেমাতে এমন অভিনেত্রীর এখন অনেক দরকার। অভিনয়,লুক,নাচ সবকিছুতেই ফারিয়া ছিলো অসাধারণ। #বাকিরা : সিনেমাতে বাকি যারা অভিনয় করেছে সবাই অসাধারণ অভিনয় করেছে। অনেকদিন পর সিনেমাতে চম্পা ম্যামকে দেখতে পেলাম। খুবই ভালো লাগলো।

#গান : মুভির ৪ টা গানই ছিলো মনোমুগ্ধকর। শুদ্ধ রায় এবং স্যাভি’র মিউজিক আপনার ভালো লাগবে এবং অবশ্যই তার জন্য আপনাকে কমার্শিয়াল সিনেমার ভক্ত হতে হবে। চাইনা কিছুই গানটা বেস্ট ছিলো। এই গানের সময় হলের মধ্যে উৎসব শুরু হয়ে গিয়েছিলো। সবাই অনেক আনন্দের সাথে নেচেছে। এছাড়াও রোমান্টিক মনের কিনারে গানটাও ভালো লেগেছে। অনেকদিন পর প্রাণ খুলে হাসলাম কোনো বাংলা সিনেমা দেখে। পরিবার নিয়ে দেখার মতন একটা সিনেমা। সিনেমাটা সবারই দেখা উচিত। এমন হাসির সিনেমা সবসময় দেখা যায়না।

পরিশেষে বলতে চাই, পুর্ন বিনোদন মুলক একটা সিনেমা ইনস্পেক্টর নটী কে। আড়াই ঘন্টা সিনেমা হলে কিভাবে কেটে যাবে আপনি টের ই পাবেন না। সিনেমা দেখার পর আপনার মেজাজ টা পুরোপুরি ফুরফুরে হয়ে যায়। আর টাকা পুরোপুরি উষুল হবে তো বটে।

Total Pageviews