অনার্স ১ম বর্ষ থেকে চাকরি প্লাস বিসিএস জন্য পড়তে চাই,কোন বই পড়লে ভালো হবে।?

অনার্সে পড়া অবস্থায় যদি প্রিপারেশন নেয়া আরম্ভ করেন অনার্স শেষ করতে করতে আপনি চাকরির বাজারে নিজের জন্য ভালো স্থান নিশ্চিত করতে পারবেন।তবে এক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হলো পড়ালেখায় রেগুলারিটি বজায় রাখা।অল্প পড়ুন তবে তা যেন নিয়মিত হয়।মনে রাখবেন, Slow and steady wins the race.
যে বইগুলো পড়তে পারেনঃ
বাংলাঃ
১) লালা নীল দীপাবলী
২) নবম-দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বোর্ড বই।
ইংরেজীঃ
১) ক্লিফস টোফেল,ব্যারন্স টোফেল
২) ভালো মানের একটা গ্রামার বই(জাকির হোসেন/চৌধুরী এন্ড হোসেন)।
৩) সাইফুর্স ভোকাবুলারী
৪) অনুশীলনেরর জন্য MP3 কিংবা অন্য যে কোন বই।
গণিতঃ
১)অষ্টম এবং নবম -দশম শ্রেণীর সাধারণ গণিত বই।
সাধারণ জ্ঞানঃ
১)নবম-দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই।
২) ১৯২১-১৯৭১ পর্যন্ত বাংলা অঞ্চলের রাজনৈতিক বিষয়াবলী জানতে "আমার দেখা রাজনীতির ৫০ বছর" বইটি পড়তে পারেন।
৩) নিয়মিত পত্রিকা পড়া এবং গুরুত্বপূর্ণ বিষয় নোট করা।
এছাড়া আন্তর্জাতিক রাজনীতি সম্পর্কে নিয়মিত খোঁজ রাখুন। কম্পিউটার, সাধারণ বিজ্ঞান ও পড়তে পারেন।নিয়মিত পড়ুন,দিন শেষে অন্যদের থেকে একটু হলেও এগিয়ে থাকবেন।

Total Pageviews