কতোদিন না ঘুমে থাকতে পারবে মানুষ?

একজন সাধারণ মানুষ সর্বোচ্চ দশ দিন না ঘুমিয়ে থাকতে পারবে।তবে ব্যাতিক্রমও হতে পারে।যারা সুপার হিউম্যান তারা এর চেয়ে বেশি বা কেউ কেউ না ঘুমিয়ে থাকতে পারে।এর কারণ তাদের মস্তিষ্কে ঘুমের অনুভূতি জাগানোর হরমোনটি তৈরী হয় না বা হরমোন গ্রন্থটি বিনষ্ট হয়ে যায়।

Last 7 Days Visitors