চোখের অঞ্জনী হলে কি করতে হবে?

বীজানু সংক্রমনের কারনে চোখে অঞ্জনীর সৃষ্টি হয়। এটা দেখতে লাল বর্নের ফুসকুরির মত দেখা যায়। চোখের পাতায় অঞ্জনী হলে উক্ত স্থানে ব্যাথা সৃষ্টি হয় এবং প্রচুর পরিমানে চুলকায়।
প্রতিরোধ: একটি নরম কাপড় পরিষ্কার পানিতে ভিজিয়ে নিন। এবার কাপড়টি নিঙরিয়ে/চেপে হাল্কা পানিযুক্ত অবস্থায় অঞ্জনীর স্থানে ১০-১৫মিনিট চেপে ধরে রাখুন। এভাবে দিনে ২-৪বার উক্ত কাজটি করুন।
»অথবা ডাক্তারের পরামর্শ অনুযায়ী চোখের ড্রপ ব্যবহার করুন।
প্রতিরোধ: »চোখে নোংরা হাত দিবেন না। » চোখের প্রসাধনি ব্যবহার করা থেকে বিরত থাকুন »প্রতিদিন চোখ এবং চোখের পাপড়ি ভালোভাবে ধুয়ে ফেলুন।

Total Pageviews