আমার সপ্তমীর বিকেল
আমার একখানা ভাঙ্গা সাইকেল
তোমার নতুন জুতো মারুতি স্টিম
আমার পকেট গড়ের মাঠ
তোমার নতুন ক্রেডিট কার্ড
আমি তোমার কাছে নিতান্ত টিম টিম
আজ মন থেকে বলছি
তোমার নাম নিয়ে চলছি
দিন কাটছে না তোমার বিহনে
আজ ভুল সুরে গান গাই
আসছো না তুমি তাই
দিন কাটাবো কিভাবে কে জানে
ভাঙ্গা রে ভাঙ্গা আমার নৌকা
হারিয়ে গেছে আমার বৈঠা (x2)
তোমার হরিণ হরিণ চোখ
দেখে সব দুনিয়ার লোক
তোমার অঙ্গজুরে রঙ্গীন সালোয়ার
তোমার দেমাক দেমাক চাল
আমার রাজ ফুটো কপাল