ও তুই, যতই জ্বালা….
যতই জ্বালা দিস রে কালা
যতই জ্বালা দিস রে কালা,
ততই বাড়ে প্রেমও স্বাদ
তোর লাইগা….. বেহায়া মনটা,
করে রে উৎপাত।
শোন বলি রে, প্রান-নাথ
তোর লাইগা… বেহায়া মনটা,
করে রে উৎপাত। আমার..
শোন বলি রে, প্রান-নাথ,
তোর লাইগা বেহায়া মনটা,
করে রে উৎপাত।
(বেহায়া মন আমার.., বেহায়া মন…)
ও তুই, যতই জ্বালা দিস রে কালা
ও তুই, যতই জ্বালা দিস রে কালা
ততই বড়ে প্রেমও স্বাদ
তোর লাইগা বেহায়া মনটা, করে রে উৎপাত।
আমি শোন বলি গো, প্রান-নাথ
তোর লাইগা বেহায়া মনটা, করে রে উৎপাত
ও তুই, যত ব্যাথা..
(বেহায়া মন আমার.., বেহায়া মন…)