কিভাবে বুঝবো যে কোন শব্দটিকে Suffix or prefix এ রূপান্তরিত করতে হবে ?

আপনাকে suffix আর prefix এর রুল গুলো জানতে হবে
আরও জানতে হবে parts of speech। জানতে হবে কোন শব্দের পরে কোন শব্দ বসে । যেমন
Noun এর সামনে adjective বসে যেমন he is a good student . এই বাক্যে good হল adjective আর student হল noun ।
আবার adjective এর সামনে বসে adverb । যেমন he is a very good student এই বাক্যে very হল adverb, good হল adjective আর student হল noun .
যখন আপনি জানতে পারবেন কোন শব্দ কি হবে noun নাকি verb নাকি adverb তখনি আপনি করতে পারবেন suffix prefix। যেমন large হল adjective এখানে large কে prefix যোগ করে enlarge করা হলে এটি হয়ে যাবে verb . যখন বুঝবেন বাক্যের এই স্থানে কি বসবে তখন সেই অনুযায়ী word এর রূপান্তর করবেন । আশা করি বোঝাতে পেরেছি ।

Total Pageviews