রাস্তায় কুড়িয়ে পাওয়া টাকা কি করতে হবে? যদি টাকার আসল মালিককে খুজে না পাই

রাস্তায় কুড়িয়ে পাওয়া টাকার আসল মালিককে যদি এক বছর এলান করার পরেও খুজে না পাওয়া যায়। সেক্ষেত্রে এই টাকার হকদার হবেন যাকাত ফেতরা পাওয়ার উপযুক্ত ব্যক্তিরা। এই টাকা আপনার নেওয়া যায়েজ নয়। তবে আপনি যদি যাকাত ফেতরা পাওয়ার উপযুক্ত ব্যক্তির মধ্যে পড়েন সেক্ষেত্রে নিতে পারবেন। কুড়িয়ে পাওয়া টাকা মসজিদ দেওয়া জায়েজ নাই। অন্য এক হাদিসে এসেছে, সুওয়াইদ ইবনে গাফালা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি যায়েদ ইবনে সূহান ও সালমান ইবনে রাবীআর সাথে সফরে বের হলাম। আমরা উযায়ব নামক স্থানে পৌঁছে আমি একটি চাবুক কুড়িয়ে পেলাম। তারা উভয়ে আমাকে বলেন, এটা ফেলে দাও, কিন্তু আমি তা অস্বীকার করলাম। অতঃপর আমরা মদীনায় ফিরে এসে আমি উবাই ইবনে কাব (রাঃ) -এর নিকট উপস্থিত হয়ে তাকে বিষয়টি জানালাম। তিনি বলেন, তুমি ঠিকই করেছো। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগে এক শত দীনার কুড়িয়ে পেয়েছিলাম। আমি তাঁকে (এর বিধান) জিজ্ঞেস করলে তিনি বলেনঃ এক বছর পর্যন্ত এর ঘোষণা দিতে থাকো। আমি ঘোষণা দিতে থাকলাম, কিন্তু তার শনাক্তকারী কাউকে পেলাম না। পুনরায় আমি তাঁকে জিজ্ঞস করলে তিনি বলেনঃ ঘোষণা দিতে থাকো। আমি ঘোষণা দিতে থাকলাম, কিন্তু তার শনাক্তকারী পেলাম না। অতঃপর তিনি বলেনঃ তুমি তার থলে ও মুখ বাঁধার রশি ও মুদ্রার সংখ্যা চিনে রাখো এবং আরো এক বছর ঘোষণা দাও। যদি তার শনাক্তকারী আসে তো ভালো, অন্যথায় তা তোমার সম্পদতুল্য। সুনানে ইবনে মাজাহ। হাদিস নম্বরঃ ২৫০৬

Total Pageviews