অনলাইনে ইনকাম ২০১৮। ছোট ছোট কাজ করে আয় করুন। প্রতিদিন কাজ প্রতিদিন পেমেন্ট। {Legit & Paying}

অনলাইনে ইনকাম ২০১৮



Microjob এর অনেক সাইট আছে। অনেকে অনেক সাইটে কাজ করেছেন। কিন্তু আমি আজ আপনাদের যে সাইটের সাথে পরিচয় করিয়ে দিবো সেই সাইটটি নতুন ধরনের অনেক কাজ দেয়। আপনি অল্প সময়ে কাজ করে খুব ভালো আয় করতে পারেন।

এখানে এক ধরনের কাজ পাওয়া যায়না। এক কাজ একেক ধরনের হয়ে থাকে।

Microjob এর যে কাজগুলো সচরাচর পাওয়া যাবে।


1. Signup
2. Form fillup
3. Telegram Join
4. Youtube like, comment, subscribe
5. facebook like, comment, share
6. Twitter tweet, follow
7. Airdrop Join
8. ICO Join
9. Mobile app download
10. OfferWall

Microjob এর কাজ করার জন্য আপনার যা যা লাগবে:


1. Mobile/Desktop = একটি
2. Internet connection = একটি
3. Email Account = কাজের ক্ষেত্রে 10 – 50 টি লাগতে পারে।
4. facebook Account = কাজের ক্ষেত্রে 10 – 50 টি লাগতে পারে।
5. Youtube Account = কাজের ক্ষেত্রে 10 – 50 টি লাগতে পারে।
6. Twitter Account = কাজের ক্ষেত্রে 10 – 50 টি লাগতে পারে।
7. Telegram Account = কাজের ক্ষেত্রে 10 – 50 টি লাগতে পারে।
8. Etheruim Wallet Address =কাজের ক্ষেত্রে 10 – 50 টি লাগতে পারে।
9. Skrill Account = একটি
10. Paypal Account = একটি

অন্যান্য তথ্য


1. Minimum Withdraw: $1 (PP) – 4$ (SK)
2. Payment Method: Paypal, Skrill
3. Payment Possessing time: Instant to 1 hour
4. Admin Whatsapp Support : +91 9930141717
5. Signup Bonus: $0.1


কাজ করার অনেক নিয়ম থাকলেও আমি আপনাদের একটি কাজ করার নিয়ম বলে দিচ্ছি। আপনারা ভালো ভাবে বুছে কাজ করবেন।

Registration Process

প্রথমেই আপনাকে এই সাইটে রেজিষ্টার করতে হবে। এখানে ক্লিক করে রেজিষ্টার করুন।
আপনার নাম, ইমেইল আর পাসওয়ার্ড দিয়ে Signup করুন।



তারপর আপনার ইমেইলে একটি একটিভেশন লিংক যাবে। একাউন্ট একটিভ না করে লগইন করতে পারবেন না। ইমেইলে কোড যেতে সময় লাগতে পারে।

Step 1 : Find Tasks


Login করার পর আপনারা দেখবেন Jobs এর লিষ্ট। সেখানে অনেক ধরনের কাজ থাকবে। আপনি পড়বেন কোনটা কিসের কাজ। যে কাজটি করতে চান সেটার সামনে “Get it” এ ক্লিক করবেন।

Step 2 : Job Details and Accept Job


এই অংশটা গুরুত্বপূর্ণ এখানে কাজের বিস্তারিত লিখা থাকবে। এবং কাজ করার পর কি কি প্রমাণ দিতে হবে তাও লিখা থাকবে।


  • What is expected from workers ?
    আপনাকে কি কি কাজ করতে হবে এই অংশে সুন্দরভাবে লিখা থাকবে। এবং প্রতিটি পদক্ষেপ বর্ণনা করা থাকবে।

  • Proof Requirements ?
    কাজ শেষে আপনাকে কি কি প্রমান জমা দিতে হবে। তা এই অংশে লিখা থাকবে।



সবশেষে: আপনি যদি কাজটি করতে চান তাহলে উপরের Step অনুযায়ী কাজগুলো সম্পন্ন করুন এবং কাজ করার প্রমাণগুলো সংরক্ষণ করুন।

কাজ করা শেষ হলে “I Accept this Job” এ ক্লিক করবেন। আর যদি কাজটি করতে না চান তবে “I Do not Accept” এ ক্লিক করবেন।

[আপনি যদি সামান্য ইংরেজি পড়তে বা বুঝতে না পারেন তবে এই কাজ করার দরকার নেই। মাত্র কয়েক লাইন ইংরেজিতে এই কাজের বর্ণনা থাকে]

Step 3 : Submit Work


কাজটি যদি Cancel করে দেন তাহলেতো আপনি Jobs Page/Homepage-এ চলে যাবেন

আর যদি কাজটি সম্পন্ন করে থাকেন তাহলে, “I accept this job” এ ক্লিক করার পর নিচের মতো একটি popup ডায়লগ বক্স আসবে।
সেই বক্সে কাজের প্রমানগুলো দিয়ে Submit করতে হবে।

[স্ক্রিনশটের ক্ষেত্রে https://prnt.sc এই সাইটে স্ক্রিনশটগুলো আপলোড দিয়ে শুধু লিংকটা এখানে দিবেন]

“I confirm that I have completed this task” এই বাটনটি ক্লিক করুন। আপনার কাজ শেষ।

কোম্পানি আপনার কাজটি দেখে যদি Accept করে তাহলে আপনার একাউন্টে ব্যালেন্স জমা হয়ে যাবে।


পরিশেষে বলবো এই সাইটে বিভিন্ন ধরনের কাজ পাওয়া যায়। যা অন্য কোন সাইটে পাওয়া যায়না। বিশেষ করে Airdrop এর কাজ প্রতিদিনই নতুন করে আসে। Signup এর কাজ করতে আপনি একাধিক ইমেইল/মোবাইল নাম্বার ব্যবহার করে একই কাজ বারবার করতে পারেন।
সেই ক্ষে্ত্রে আপনার বেশি আয় হবে।

কাজের বিস্তারিত প্রত্যেক কাজের ভিতরে লিখা থাকে সেগুলো পড়ে তারপর কাজ করবেন এবং সঠিকভাবে প্রমান জমা দিবেন। এডমিনের সাথে যোগাযোগ করে প্রতিদিনই বিপুল পরিমান কাজ পেতে পারেন। যে কাজগুলো সাইটেও থাকেনা। এডমিন ব্যক্তিগতভাবে আপনাকে কাজ দেবে।

আপনার কোন প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন। এবং পোষ্টটি কেমন হয়েছে তাও কমেন্ট করে যানাবেন।

ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না।





Total Pageviews