আমরা যে রিচার্জ করি, সেই মোবাইলের রিচার্জের টাকা সিম কোম্পানিরা কোথায় পায়?

সিম কোম্পানিদের টাকা লাগেনা, এটা কম্পিউটার কতৃক তৈরি কোড যা ডাটাবেজে সংরক্ষন করা হয় পয়েন্ট আকারে। আপনি যখন কথা বলেন তখন নির্ধারন করে দেয়া হয় কত পয়েন্টে কতক্ষন কথা হবে, যেমন ৫ পয়েন্টে ১ মিনিট নির্ধারন করলে, আপনি এক মিনিট কথা বললে কম্পিউটার ৫ পয়েন্ট মুছে দেবে। এখন আপনি যে টাকা রিচার্জ করেন তার অর্থ হচ্ছে আপনি কোম্পানিকে ১০ টাকা দিলেন। কোম্পানি তার বদলে আপনাকে ডাটাবেজ থেকে ১০০ পয়েন্ট দিল। কাজেই ঐ ১০০ পয়েন্টে আপনি ২০ মিনিট কথা বলতে পারবেন, ১০০ পয়েন্ট শেষে আপনি কল করলে কম্পিউটার সফটওয়ার সংযোগ দেবেনা। যেহেতু আমরা শুধু টাকার হিসাব দেখি তাই মনে হয় টাকা লাগে, আসলে তা নয়।

Total Pageviews