চরিত্রবান এবং চরিত্রহীন কাকে বলে ব্যাখ্যা করুন?

চরিত্রবান সর্বদা সত্যবলে,মিথ্যার আশ্রয় নেয় না,দেশকে ভালোবাসে,দেশের মানুষকে ভালোবাসে,নিয়ম অনুযায়ী কাজ করে,কাউকে ঠকায় না, অশ্লীল ভাষায় কথা বলে না। মানুষের সেবা করতে পিছু পা হয়না, সুদ,ঘুষ খায় না। আশাকরি চরিত্রবান মানুষ কেমন হবে তা বোঝাই যাচ্ছে। 
চরিত্রহীন নোংরা কাজের সাথে যুক্ত থাকে,মানুষের ভালো দেখতে পারে না, অন্যায় ছাড়া চলতে পারে না। অন্যায়কে বন্ধু ভাবে। নিজের স্বার্থের কাছে কিছুই বড় না ভাবে। নিজের লোভ লালসা পূর্ন করতে মানুষ খুন পর্যন্ত করতে পারে।আশাকরি বুঝতে পেরেছেন।

Total Pageviews