সঙ্গমের ৫-৬ দিন পর কি প্রেগনেন্সির লক্ষন দেখা দেয়?

৫-৬ দিন আগে আমি আর আমার সঙ্গী শারীরিক কিছু কলাকৌশল করার ফলে অনেক উত্তেজিত ছিলাম, যার ফলে আমার গোপনাঙ্গ থেকে কাম রস বের হয় এবং সেটা আমার হাতে লাগে। আমি সেই হাত দিয়ে সঙ্গীনীর যোনীতে ফিঙ্গারিং করি। গতকালকে সকাল থেকে সঙ্গীনীর প্রচুর সাদা স্রাব হয়। শরীর প্রচুর দূর্বল হয়ে যায়, বমি বমি ভাব হয়। মাথা ঘুরতে থাকে। সে আবার দুপুরে প্রেগনেন্ট এর স্বপ্ন দেখে। খাওয়া দাওয়ার রুচি হয় না। এজন্য ভয় পাচ্ছে প্রেগনেন্ট হয়ে গেল কিনা। ৮ দিন আগেই তার মাসিক হয়েছিল। আমার প্রশ্ন হচ্ছে, ৫-৬ দিনে প্রেগনেন্সির লক্ষন দেখা দেয় কিনা!
 
answer...

না  ৫-৬ দিনে লক্ষন দেখা দেয়না । সংগমের পর নিষেক হবে তারপর ভ্রুন গঠিত হবে সেই ভ্রুন জরায়ুর অমরাতে স্থাপিত হলেই লক্ষন প্রকাশ হতে থাকে । এ  প্রক্রিয়ায় অনেক সময় লাগে। বাহ্যিক পুর্ন প্রকাশ পেতে ৪-৬ সপ্তাহ সময় লাগতে পারে।(তবে ৩ মাসের আগে লক্ষন দেখে সবাই বুঝতে পারবেনা কারন এর আগে কিছু লক্ষন প্রকাশ হলেও তা অসুস্থ মানুষের ক্ষেত্রেও হতে পারে)  এর আগে টেস্ট ছাড়া বোঝা যায়না।

Total Pageviews