Teletalk 4G কিভাবে ৪জি তে মাইগ্রেট করবো?

eletalk 4G

  • ৪জি কি?
৪জি হল ৪র্থ প্রজন্মের ব্রডব্যান্ড সেলুলার নেটওয়ার্ক যা সর্বোচ্চ গতির ইন্টারনেট ব্রাউজিং-এর অভিজ্ঞতা দেয়।
  • ৪জি সেবার পাওয়ার পূর্বশর্ত কি?
                ৪জি পেতে হলে নিম্নোক্ত শর্তগুলো পূরণ করতে হবেঃ
  1. ৪জি সাপোর্টেড হ্যান্ডসেট
  2. ২০১২ সালের আগে নেয়া ২জি সিম রিপ্লেস করতে হবে
  3. বর্তমান ৩জি সিম মাইগ্রেট করে ৪জি-তে যেতে হবে
  4. ৪জি কাভারেজ এরিয়ার মধ্যে থাকতে হবে
  • আমি কিভাবে জানবো আমার সিম ৪জি সক্ষম কী না?
        আপনার সিম ৪জি সেবা পাওয়ার জন্য উপযুক্ত কী না তা জানতে chk লিখে SMS করুন 157 নাম্বারে
  • কিভাবে ৪জি তে মাইগ্রেট করবো?
        3G থেকে 4G সিমে মাইগ্রেট করতে হলে “4G” লিখে সেন্ড করুন 111 নাম্বারে।
  • কোন কোন স্থানে ৪জি সেবা পাওয়া যাবে?
প্রাথমিকভাবে গুলশান, নিকেতন, বারিধারা, বনানী, ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট রমনা, মতিঝিল, মিরপুর, মোহাম্মদপুর, শ্যামলী, ফার্মগেট ও ধানমণ্ডী এলাকায় ৪জি পাওয়া যাবে। শীঘ্রই সারাদেশে ৪জি সেবা চালু হবে।
  • ৪জি তে আপ্লোড ও ডাউনলোড স্পিড কত?
নেটওয়ার্ক ক্যাপাসিটির উপরে স্পিড নির্ভর করে। সাধারণত আপ্লোড স্পিড ১৫ Mbps ও ডাউনলোড স্পিড ৪০ Mbps পাওয়া যাবে।

Total Pageviews