চুল স্ট্রেইট করার পর কিভাবে যত্ন নিতে হয়?

চুল স্ট্রেইট করার পর যত্ন নিতে এর জন্য আমাকে চুলের বারতি যত্ন নিতে হয়। এই পদ্ধতিটি প্রয়োগের ৪ দিন পরে আপনি প্রথম শ্যাম্পু লাগান। শ্যাম্পু লাগানোর ২০ মিনিট আগে চুলে দুধ লাগান। তারপর Straightening Shampoo ও Conditioner তবে পরিমাণে অনেক কম লাগান। এছাড়াও চুল সোজা রাখার জন্য বাড়িতে যতক্ষণ থাকেন চুল ছেড়ে রাখুন। বেনুনি বাঁধি না , শুধু খুব হালকা করে ক্লেচার দিয়ে চুল বেঁধে রাখুন।

Total Pageviews