Normeans ট্যাবলেট খাওয়া অবস্থায় সহবাস এর পর ইমারজেন্সি কন্ট্রাসেপটিভপিল (I-Pill,Norix,Emcon) খেলে কি প্রেগন্যান্সির সম্ভাবনা আছে?

আমি ঢাকা থাকি,বিয়ে হয়েছে ১ মাস.২১ তারিখ ২ দিনের ছুটিতে বাসায় জাবো,স্ত্রী জানালো ১৮ তারিখ থেকে তার পিরিয়ড শুরু হতে পারে.তাই তাকে Normeans ট্যাবলেট খেয়ে পিরিয়ড হওয়া কিছুদিন এর জন্য অফ রাখতে বলেছি,সে নরমিন্স খাচ্ছে দিনে ৩ বেলা.আমার জানা মতে যেদিন থেকে পিরিয়ড শুরু হোক সে চাচ্ছে তার আগের দিন থেকে নরমিন্স খাওয়া অফ করে দিবে,এমতাবস্থায় যদি ২১,২২ তারিখে সহবাস এর পর ইমারজেন্সি পিল খাওয়াই তাহলে কি নরমিন্স এর প্রভাবে ইমারজেন্সি কন্ট্রাসেপটিভ পিল এর কারজোক্ষমতা কমবে?

প্রেগন্যান্সির সম্ভাবনা আছে?       
answer::;pregnancy এর সম্ভাবনা নেই। যেহেতু মিলনের পর Emergency pill খাওয়াবেন তাই pregnant হওয়ার সম্ভাবনা নেই। কিন্তু এসব Emergency পিলে অনেক পার্শপ্রতিক্রিয়া থাকে।

Total Pageviews