ফ্রিল্যান্সিং outsourching থেকে অর্জিত আয়ের জন্য কি আয়কর (TAX) দিতে হবে ?

ফ্রিল্যান্সিং outsourching থেকে অর্জিত আয়ের জন্য কি আয়কর (TAX) দিতে হবে ?

একটা কথা জেনে নেওয়া জরুরি যে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত আয়ে কোন আয়কর বা সোর্স ট্যাক্স দিতে হবে না।


ফ্রিল্যান্সারদের সাধারণত দুই জায়গায় ট্যাক্স নিয়ে ঝামেলা হয়। এক ব্যাংকে টাকা আসলে ব্যাংক অনেক সময় ভুল করে ১০% সোর্স ট্যাক্স কেটে রাখে ও আরেকটা হচ্ছে আয়কর দেয়ার সময়। নিচের দুই সেকশনে দেখুন বিস্তারিত।

সোর্স ট্যাক্স বা উৎসে কর

অনেক ফ্রিল্যান্সারদের বলতে শোনা যায় যে তাদের ব্যাংকে টাকা আসলে ব্যাংক  ১০% সোর্স ট্যাক্স কেটে রেখেছে। কারণ তারা হয়ত জানে না যে আপনার আয়ের মাধ্যম কি বা  কি সার্ভিস বা পন্যের বিনিময়ে এ অর্থ এসেছে। এটা সাধারণত হয়ে থাকে ওয়্যার ট্রান্সফারে অর্থ আসলে। পেওনিয়ার বা মার্কেটপ্লেস থেকে লোকাল ব্যাংকে ট্রান্সফার দিলে এসব ঝামেলা হয় না। কারণ লোকাল ব্যাংক ট্রান্সফারে তারা ব্যাংকে ডলার না পাঠিয়ে তাদের লোকাল পার্টনারের মাধ্যমে টাকা পাঠায়। একারনে লোকাল ব্যাংক ট্রান্সফারে কোন ঝামেলা নেই, কোন কাগজপত্র কিছুই লাগে না।
এ সম্পর্কিত আইন
Income-tax Ordinance, 1984 তে নিবাসী কেউ বিদেশের কারো কোন কাজ করে দেয়ার বিনিময়ে যে অর্থ পাবে তার উপর ১০% ট্যাক্স কেটে রাখার বিধান ছিল।
কিন্তু অর্থ আইন, ২০১৮ তে এই আইন সংশোধন করে বলা হয়েছে নিবাসী কেউ বিদেশের কাউকে সফটওয়্যার ও সার্ভিসের বিনিময়ে প্রাপ্ত অর্থের উপর কোন কর কাটা হবে না।




আয়কর/ইনকাম ট্যাক্স

এইবার ইনকাম ট্যাক্স নিয়ে কথা হবে। মোটকথা হল ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত ফ্রিল্যান্সি এর মাধ্যমে আয়কৃত অর্থে আয়কর মওকুফ। তবে টিন নিতে হবে ও প্রতিবছর রিটার্ন সাবমিট করতে হবে। ফ্রিল্যান্সার মানে Information Technology Enabled Services (ITES) সার্ভিস প্রোভাইডার। ITES এর মধ্যে কি কি আছে তাও বলা আছে আইনে। সেগুলো নিম্নরূপ।
  • Digital Content Development and Management
  • Animation (both 2D and 3D)
  • Geographic Information Services (GIS)
  • IT Support and Software Maintenance Services
  • Web Site Services
  • Business Process Outsourcing
  • Data entry
  • Data Processing
  • Call Centre
  • Graphics Design (digital service)
  • Search Engine Optimization
  • Web Listing
  • E-commerce and Online Shopping
  • document conversion, imaging and archiving

Total Pageviews