সোনাদিয়া দ্বীপ ভ্রমণের বিস্তারিত, মহেশখালী, কক্সবাজার
স্থানঃ স্যান্ডি হিল বীচ রিসোর্ট, সোনাদিয়া দ্বীপ, মহেশখালী, কক্সবাজার
#যাওয়ার_উপায়ঃ
☞ কলাতলী থেকে অটো/সিএনজি করে ৬ নং জেটিঘাট। ভাড়া ১০০-১২০ টাকা ৪ জনের জন্য।
☞ জেটিঘাটে প্রবেশ (জনপ্রতি ২০ টাকা টিকেট)
☞ জেটি থেকে ট্রলার/স্পীডবোট করে মহেশখালী। ট্রলার ভাড়া জনপ্রতি ৩৫ টাকা, স্পীডবোট ভাড়া জনপ্রতি ৮৫ টাকা (লোকাল ঘাট), ১২০ টাকা (পর্যটক ঘাট)। মহেশখালীতে ৩-৪ টা স্পট আছে দেখার। যদি সময় ও ইচ্ছা থাকে তাহলে পর্যটক ঘাটে নামতে হবে আর নাহলে লোকাল ঘাটে নামলেও চলবে।
☞ ঘাট থেকে সিএনজি করে ঘটিভাংগা ঘাট। ভাড়া জনপ্রতি ৪০-৬০ টাকা করে।
☞ ঘটিভাংগা ঘাট থেকে রিসোর্টের লোক এসে রিসোর্ট পর্যন্ত নিয়ে যায়। যাওয়ার মাধ্যম নৌকা।
#প্যাকেজঃ
ঘটিভাংগা থেকে নৌকা করে রিসোর্টে নিয়ে যাওয়া, তাবুতে থাকার ব্যবস্থা করা, দুপুরের খাবার (ভাত, আলু ভর্তা, কোরাল মাছ, ডাল), রাতের খাবার (বিবিকিউ চিকেন ১ পিছ, ৩টা পরোটা, ১ গ্লাস কোক), পরেরদিন সকালের নাস্তা (সবজি খিচুড়ি, ১টা ডিম ভাজি), রিসোর্ট থেকে আবার নৌকা করে ঘটিভাংগা পৌছে দেওয়া - সব মিলিয়ে জনপ্রতি ১০৫০ টাকা।
#গুরুত্বপূর্ণ_কিছু_বিষয়ঃ
☞ ঘটিভাংগা থেকে সোনাদিয়া দ্বীপ যেতে হয় জোয়ারের সময়। তাই সকাল ১১টা থেকে ১১ঃ৩০ এর মধ্যে ঘটিভাংগা ঘাটে থাকা উত্তম। জোয়ারের সময় মিস করলে ঐদিন আর দ্বীপে যাওয়া সম্ভব হবে না।
☞ ইলেক্ট্রিসিটি নেই। সোলার প্যানেলের মাধ্যমে মোবাইল চার্জের সাপোর্ট দেওয়া হয়।
☞ পাওয়ার ব্যাংক নিয়ে গেলে তাদের থেকে একটা পোর্টেবল বালব নিতে পারবেন।
☞ সোনাদিয়ার পানি হল মিঠাপানি। কারও টিউবয়েলের মিঠাপানিতে সমস্যা থাকলে ঘটিভাংগা ঘাট থেকে পর্যাপ্ত পরিমাণে পানি কিনে নিতে হবে।
☞ সোনাদিয়া দ্বীপে আমরা কেবল একটি দোকান পাই যেখানে চা, বিস্কুট, চিপস, চানাচুর জাতীয় জিনিস পাওয়া যায়।
☞ রিসোর্টে ১৫০০ টাকা জনপ্রতি আরেকটা প্যাকেজ আছে যেখানে শুধু খাবারের মেনুতে পরিবর্তন আসবে।
☞ বৃষ্টির মধ্যে না যাওয়া উত্তম কেননা বৃষ্টি আসলে তাবুতে বসে থাকা ছাড়া আর কিছু করার থাকে না।
☞ কলাতলী থেকে ঘটিভাংগা যেতে আনুমানিক ১ ঘন্টা সময় লাগে (যদি মাঝে স্পীডবোট ব্যবহৃত হয়)। ট্রলারে গেলে কিছু সময় বেশি লাগবে।
☞ ঘটিভাংগা থেকে সোনাদিয়া যেতে ১ ঘন্টার মত সময় লাগে।
☞ ৩ বেলা খাবার দেওয়া ছাড়া রিসোর্টে খাবার সংক্রান্ত আর কোন সার্ভিস দেওয়া হয় না। তাই সবকিছু আগে থেকে কিনে নিয়ে গেলে ভাল।