ক্লাসে গান প্রতিযোগীতা হচ্ছে। প্রতিযোগীতায় অংশ গ্রহণ করবে তিন জন

একবার
ক্লাসে গান প্রতিযোগীতা হচ্ছে।
প্রতিযোগীতায় অংশ গ্রহণ করবে
তিন জন :
১. আবুল
২. পল্টু
৩. বল্টু
*
স্যার প্রথমে আবুলকে গান বলতে বলল,
তখন,
আবুল গান বলল এই,
১.
" বৃষ্টি পড়ে টাপুর টুপুর"
"বদনা হাতে আব্দুল গফুর"
"আকা বাকা গ্রাম্য পথে,
লুঙ্গি তুইলা হাইটা যায়"
তাই দেখিয়া বুকটা আমার বেলুনের
মত ফাইটা
যায়........
*
আবুলের গান শুনে স্যার বেইজ্জতি।
********২
এবার পল্টুর পালা,
পল্টু গান বললো,
২.
"হৈ হৈ বাশের পাতা
খসখসে,
"লাউয়ের পাতা
নরম,
"ছকিনার মুখে
চুমু দিতে,
"আমার লাগে
শরম,,,....
*
**
এবার স্যারের মাথা হ্যাং,,,
*****
এবার বল্টুর পালা,
*
বল্টু স্যারের মেয়েকে ভালবাসত।
স্যারের মেয়ের নাম ছিল জরিনা।
তাই
ক্লাসে জরিনাকে লক্ষ্য করে, বল্টু
ব্যান্ডের গান
বললো,
*
" চাদ উঠেছে আকাশে",,,,,
"জরিনা আমার বাম পাশে",,,,
"আমি সমুদ্র জরিনা ঢেউ"......
"জরিনা কুত্তা আমি ঘেউ....
ভ্রক ভ্রউউউউউউঊউ.........
*
স্যার পুরাই বেহুশ।
*
হা হা হা হা মাইরালাইচেরে.
মাইরালাইচে.
*
এবার আপনারাই বলুন
প্রতিযোগীতায় কে ফাস্ট হবে?

Total Pageviews