ক. আল্লাহর হুকুম ত্যাগ করে নিজের
নফসের খাহেশ মোতাবেক চলা।
খ. আল্লাহর হুকম লংঘন করে বংশের
রুসুম-রেওয়াজ তথা বাপ-দাদার
প্রচলিত পথ ও মত অনুসরণ করা।
গ. আল্লাহ ও রাসুলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি ওয়া সাল্লামের আনুগত্য না
করে দুনিয়ার সমাজপতিদের আনুগত্য
করা।
অর্থাৎ খাঁটি মুসলমান হতে হলে উক্ত
তিন প্রকারের রোগ ও গোমরাহী
হতে সম্পূর্ণ মুক্ত হতে হবে। প্রকৃত
ঈমানদার শুধু ঐ ব্যক্তিকেই বলে যে,
আল্লাহ ছাড়া অন্য কারো হুকুম মেনে
চলে না। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি ওয়া সাল্লাম ছাড়া অন্য
কারো অনুসরণ করে না।
পরিশেষে…
সেই ব্যক্তিই প্রকৃত ঈমানদার তথা
মুসলমান যে, পূর্ণ আন্তরিকতা সঙ্গে
বিশ্বাস করে যে, আল্লাহ এবং তাঁর
রাসুলের শিক্ষাই সত্য। এর বিপরীত যা,
তা সবই মিথ্যা। এবং মানুষের দুনিয়া
ও আখিরাতের মঙ্গল ও উন্নতি একমাত্র
আল্লাহ তাআলা এবং রাসুলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়া
সাল্লামের মহান শিক্ষার মধ্যেই
নিহিত আছে।
সুতরাং আল্লাহ তাআলা উম্মাতে
মুসলিমাকে উপরোক্ত তিনটি বিষয়
পরিহার করে; কুরআন ও সুন্নাহ পূর্ণাঙ্গ
অনুসরণ ও অনুকরণ করে প্রকৃত ঈমানের
স্বাদ গ্রহণ করার তাওফিক দান করুন।
আমীন
Home »
Islamic Story amp; Hadis
» যে ৩ কাজ ত্যাগ না করলে আপনি প্রকৃত ঈমানদার নন