২৯ টাকায় জিপি এম্বির মেয়াদ ১ মাস বাড়ানোর সিস্টেম

জিপি কম টাকায় এম্বির মেয়াদ
বাড়ানোর সব সিস্টেম অফ করে
দিসে। এখন যেকোন অফারের
প্যাকেজ নিলে *121*1*2# তে
এড হচ্ছে। প্রবলেম এটাই, *৫৬৬*১০# তে
আমাদের মেগাবাইট দরকার।
ফ্লেক্সি প্ল্যান দিয়ে ৫০ এম্বি
কিনে একমাস মেয়াদ বাড়ালে
এম্বি *121*1*2# তে এড হবে। মেইন
ইন্টারনেটের মেয়াদও বাড়বে
একমাস।
ফ্লেক্সি প্ল্যান চালু করার একঘন্টার
ভিতর *৫৬৬*১০# তে একমাস মেয়াদ
বাড়বে।
আপাতত জিপিতে সবথেকে কম
টাকায় একমাস মেয়াদ বাড়ানোর
সিস্টেম এটাই।
ফ্লেক্সি প্ল্যান কিভাবে একটিভ
করতে হয় সেটা ট্রিকবিডি
ইউসারদের মেবি বলা লাগবে না।
আর ৫৩.৭৪ টাকায় ১ মাস মেয়াদের
১০০ এম্বির প্যাকেজটা এখানে
গেলে কেনা যাবে। (*৫৬৬*১০#)

Total Pageviews