
সমাজবিজ্ঞান ১ম পত্র (বহুনির্বাচনি অংশ)
পূর্ণমান: ৪০, সময়: ৪০ মিনিট
১. সমাজবিজ্ঞানের প্রতিষ্ঠাতা কে?
ক. কার্ল মার্ক্স খ. এমিল ডুর্খেইম
গ. হার্বাট স্পেন্সার ঘ. অগাস্ট ক্যোঁত্
২. Socius শব্দটি কোন ভাষা থেকে আগত?
ক. লাতিন খ. ফরাসি গ. গ্রিক ঘ. ইংরেজি
৩. সমাজবিজ্ঞানের ক্ষেত্রে প্রযোজ্য তথ্য হলো—
i. মূল্যবোধ নিরপেক্ষ বিজ্ঞান
ii. সামাজিক বিজ্ঞান
iii. বিশ্লেষণধর্মী বিজ্ঞান
কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
৪. স্থানান্তর গমন নিয়ে অধ্যয়ন করে সমাজবিজ্ঞানের কোন শাখা?
ক. সামাজিক জনবিজ্ঞান
খ. সামাজিক মনোবিজ্ঞান
গ. শিল্প সমাজবিজ্ঞান
ঘ. গ্রামীণ সমাজবিজ্ঞান
৫. জিন্সবার্গ সমাজবিজ্ঞানের উত্পত্তির পেছনে কয়টি জ্ঞানতাত্ত্বিক ভিত্তির কথা বলেছেন?
ক. দুটি খ. তিনটি গ. চারটি ঘ. পাঁচটি
৬. বৈজ্ঞানিক পদ্ধতি হলো বিজ্ঞানের—
ক. ভিত্তি খ. বাহন গ. ফলাফল ঘ. কৌশল
৭. অধ্যাপক ফারহানা আলম সম্প্রতি একটি গবেষণাকর্ম শেষ করলেন। এ ক্ষেত্রে তিনি সর্বশেষ যে কাজটি করলেন?
ক. তথ্য উপস্থাপন খ. অনুকল্প গঠন
গ. ভবিষ্যদ্বাণী ঘ. যাচাইকরণ
৮. জনগণের মতামত সংগ্রহ কিংবা বাজার যাচাইয়ের ক্ষেত্রে ফলপ্রসূ পদ্ধতি হলো—
ক. তুলনামূলক পদ্ধতি খ. পরীক্ষণ পদ্ধতি
গ. জরিপ পদ্ধতি ঘ. ঐতিহাসিক পদ্ধতি
৯. আল আসাবিয়া প্রত্যয়টি ব্যবহার করেন?
ক. ইবনে খালদুন খ. কার্ল মার্ক্স
গ. ম্যাক্স ওয়েবার ঘ. এমিল ডুর্খেইম
উদ্দীপকটি পড়ে ১০ ও ১১ নম্বর প্রশ্নের উত্তর দাও—
সালাম সাহেব ব্যাংক থেকে ঋণ নিয়ে শেয়ারবাজারে বিনিয়োগ করেন। শেয়ারবাজারে তিনি অধিকাংশ টাকা লোকসান দিয়ে কোনো উপায় না দেখে পরে হতাশায় আত্মহত্যা করেন।
১০. ডুর্খেইমের ব্যাখ্যায় সালাম সাহেবের আত্মহত্যা কোন ধরনের?
ক. আত্মকেন্দ্রিক খ. নৈরাজ্যমূলক
গ. পরার্থবাদী ঘ. অদৃষ্টবাদী
১১. এই আত্মহত্যার সঙ্গে কোন ধরনের উপাদান সম্পৃক্ত?
ক. দ্বন্দ্ব্ব খ. সম্প্রীতি গ. নিয়মনীতি ঘ. উত্সাহ
১২. কার্ল মার্ক্সের মতে উদ্বৃত্ত মূল্য কে আত্মসাত্ করে?
ক. শ্রমিক খ. সরকার গ. ব্যবসায়ী ঘ. মালিক
১৩. মৌল কাঠামো হলো—
ক. অর্থনীতি খ. রাজনীতি গ. সংস্কৃতি ঘ. ধর্ম
১৪. ম্যাক্স ওয়েবারের ব্যাখ্যার আলোকে মহাত্মা গান্ধীর কর্তৃত্ব হলো—
ক. সম্মোহনী কর্তৃত্ব খ. ঐতিহ্যবাহী কর্তৃত্ব
গ. যৌক্তিক কর্তৃত্ব ঘ. আধুনিক কর্তৃত্ব
১৫. সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে স্থায়ীভাবে বাস করলে গড়ে ওঠে—
ক. সংঘ খ. সমাজ গ. সম্প্রদায় ঘ. দল
১৬. সংস্কৃতির ক্ষেত্রে প্রযোজ্য তথ্য হলো—
i. মানবসৃষ্ট ii. পরিবর্তনশীল
iii. অর্জন করতে হয়
কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
১৭. কোন সমাজবিজ্ঞানী দলকে মুখ্য দল ও গৌণ দলে বিভক্ত করেন?
ক. সামনার খ. কুলি
গ. জিন্সবার্ট ঘ. ম্যাকাইভার
১৮. সঞ্জয় ব্রাহ্মণের ছেলে হলেও শূদ্রের কন্যা সুপ্রিয়াকে বিয়ে করে। এ ধরনের বিয়েকে বলা হয়?
ক. অনুলোম বিবাহ খ. প্রতিলোম বিবাহ
গ. লেভিরেট বিবাহ ঘ. সরোগেট বিবাহ
১৯. সমাজে বিবাহের গুরুত্ব রয়েছে—
i. সামাজিক সম্পর্ক নির্ধারণের ক্ষেত্রে
ii. সমাজের স্থায়িত্ব রক্ষার ক্ষেত্রে
iii. সুস্থ মানসিক বিকাশের ক্ষেত্রে
কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ২০ ও ২১ নম্বর প্রশ্নের উত্তর দাও—
সাইফুল তাঁর স্ত্রীকে নিয়ে সুখে-শান্তিতে বসবাস করছেন। দুই সন্তান নিয়ে তাঁদের এই স্থায়ী বন্ধন সব সময় সঠিকভাবে টিকে আছে।
২০. উদ্দীপকে মর্গান বর্ণিত কোন ধরনের পরিবারকে নির্দেশ করা হয়েছে?
ক. পুনালুয়ান পরিবার খ. পিতৃতান্ত্রিক পরিবার
গ. একক পরিবার ঘ. সিনডিয়াসমিয়ান পরিবার
২১. এ ধরনের পরিবারের পূর্ববর্তী পরিবার ছিল?
ক. কনস্যাংগুইন পরিবার
খ. সিনডিয়াসমিয়ান পরিবার
গ. একক পরিবার
ঘ. পিতৃতান্ত্রিক পরিবার
২২. প্রগতি হলো—
i. কাঙ্ক্ষিত পরিবর্তন
ii. ইতিবাচক পরিবর্তন
iii. সামনের দিকে এগিয়ে যাওয়া
কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
২৩. এলিট তত্ত্বের প্রবক্তা হলেন?
ক. ডুর্খেইম খ. রবার্টসন গ. রুশো ঘ. প্যারেটো
২৪. সমাজবিজ্ঞানী ডুর্খেইমের মতে, মানুষ বিচ্যুতিমূলক আচরণ করে—
ক. অর্থের জন্য খ. মূল্যবোধহীনতার জন্য
গ. ক্ষমতার জন্য ঘ. বেঁচে থাকার জন্য
২৫. জৈবিক সংহতির ক্ষেত্রে প্রযোজ্য তথ্য হলো—
i. গোষ্ঠীর প্রাধান্য থাকে
ii. ব্যক্তির মধ্যে ভিন্নতা লক্ষণীয়
iii. শ্রম বিভাজন বেশি
কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
২৬. কোন অঞ্চলে জনসংখ্যার ঘনত্ব বেশি?
ক. মেরু অঞ্চলে খ. শীতপ্রধান অঞ্চলে
গ. গ্রীষ্মপ্রধান অঞ্চলে ঘ. নাতিশীতোষ্ণ অঞ্চলে
২৭. সভ্যতার ইতিহাসে লেখার আবিষ্কার সমাজজীবনকে ব্যাপকভাবে প্রভাবিত করে। এটি হলো—
ক. ভৌগোলিক উপাদান খ. সামাজিক উপাদান
গ. সাংস্কৃতিক উপাদান ঘ. জৈবিক উপাদান
২৮. সামাজিকীকরণের অতি গুরুত্বপূর্ণ বাহন কোনটি?
ক. ধর্ম খ. রাষ্ট্র গ. খেলার সাথি ঘ. পরিবার
২৯. এস্টেট প্রথা ছিল—
ক. প্রাচীন যুগে খ. মধ্যযুগে
গ. গ্রিক সভ্যতায় ঘ. ভারতীয় উপমহাদেশে
৩০. সানজিদার বাবা সেনাবাহিনীতে সৈনিক পদে চাকরি করেন। তিনি কোন স্তরের সদস্য?
ক. উচ্চবিত্ত খ. মধ্যবিত্ত
গ. উচ্চ মধ্যবিত্ত ঘ. নিম্নবিত্ত
৩১. ক্রিয়াবাদী তত্ত্বমতে সামাজিক স্তরবিন্যাস—
i. সর্বজনীন ii. অবধারিত iii. প্রয়োজনীয়
কোনটি সঠিক?
ক. i ও ii. খ. ii ও iii.
গ. i ও iii. ঘ. i, ii ও iii
৩২. সবচেয়ে প্রাচীন নারীবাদ কোনটি?
ক. উগ্রপন্থী নারীবাদ খ. সাংস্কৃতিক নারীবাদ
গ. আন্তর্জাতিক নারীবাদ ঘ. উদারপন্থী নারীবাদ
৩৩. কানাডায় চাকরি পাওয়া পর্যন্ত বেকাররা ভাতা পেয়ে থাকে। এটি হলো—
ক. বেকারদের সাহায্য খ. সামাজিক নিরাপত্তা
গ. রাষ্ট্রীয় মূলনীতি ঘ. রাজনৈতিক অঙ্গীকার
৩৪. আদিম সমাজ সম্পর্কে সঠিক তথ্য—
i. সম্পত্তিতে ব্যক্তিমালিকানা ছিল না
ii. খাদ্যনিরাপত্তা ছিল প্রকৃতিনির্ভর
iii. চরম শ্রেণি বিভাজন ছিল
কোনটি সঠিক?
ক. i ও ii. খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
৩৫. শিল্প যুগে সমাজে মূল সম্পত্তি হলো—
ক. ভূমি খ. বাড়িঘর
গ. কলকারখানা ঘ. যানবাহন
নিচের উদ্দীপকটি পড়ে ৩৬ ও ৩৭ নম্বর প্রশ্নের উত্তর দাও—
সালমান সাহেব কয়েকজন মানুষকে ঝগড়া করতে দেখে এগিয়ে গেলেন। তাঁকে সবাই মধ্যস্থতাকারী মানায় তিনি বিবাদ মীমাংসা করে দেন। এতে ঝগড়ার অবসান হলো।
৩৬. উদ্দীপকটি পড়ে রাষ্ট্রের উত্পত্তি নিয়ে কোন তত্ত্বের কথা তোমার মনে পড়ে?
ক. বলপ্রয়োগ মতবাদ
খ. সামাজিক চুক্তি মতবাদ
গ. ঐতিহাসিক মতবাদ
ঘ. ঐশ্বরিক মতবাদ
৩৭. এই মতবাদের প্রবক্তা হলেন—
ক. ম্যাকাইভার খ. ম্যাকিয়াভেলি
গ. জন লক ঘ. গিলিন
৩৮. ধর্ম হলো আত্মা বা প্রেতাত্মায় বিশ্বাস— এটি কার মত?
ক. ডুর্খেইম খ. টেইলর গ. ফ্রয়েড ঘ. মার্ক্স
৩৯. ধর্ম ব্যক্তিকে—
i. যৌক্তিক করে
ii. পুনর্নিশ্চয়তা দান করে
iii. কর্মে উত্সাহিত করে
কোনটি সঠিক?
ক. i ও ii. খ. ii ও iii.
গ. i ও iii. ঘ. i, ii ও iii
৪০. কোনটি সংগঠিত অপরাধ?
ক. কর ফাঁকি খ. মাদক ব্যবসা
গ. ছিনতাই ঘ. চুরি