
বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ প্রাথমিক বিজ্ঞান বিষয়ের অধ্যায়-৩ থেকে ধারাবাহিকভাবে বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।
অধ্যায়-৩
২৬. বিভিন্ন কারণে পানি দূষিত হয়। এর মধ্যে নিচের কোনটি পানিদূষণের কারণ হতে পারে?
ক. সেচকাজ খ. ময়লা কাপড় কাচা
গ. খাওয়া ঘ. রান্না
২৭. গ্রামের অনেক মানুষ পুকুরে গোসল করে। পুকুরের এই পানি পান করলে কোন রোগটি হতে পারে?
ক. আর্সেনিকোসিস খ. মাথাব্যথা
গ. জ্বর ঘ. পেটের পীড়া
২৮. রনি তাঁর গ্রামে পানিদূষণ বাড়ছে দেখে দূষণ প্রতিরোধের পদক্ষেপ হাতে নেন। রনির দূষণ প্রতিরোধের পদক্ষেপ কোনটি হতে পারে?
ক. কীটনাশকের ব্যবহার কমানো
খ. এলাকায় তেল ফেলা
গ. সাগরে আবর্জনা ভাসানো
ঘ. নদীতে বর্জ্য ফেলা
২৯. গনি মিয়া তাঁর গবাদিপশুগুলোকে নিয়মিত পুকুরে গোসল করান। এতে কোনটি ঘটবে?
ক. পানি স্বচ্ছ হবে খ. মাছ বৃদ্ধি পাবে
গ. খাদ্যশৃঙ্খলে ব্যাঘাত ঘটবে
ঘ. জলজ উদ্ভিদ বৃদ্ধি পাবে
৩০. কোনো এলাকায় কলেরা ও ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এর প্রধান কারণ কী?
ক. বাসি খাবার খ. আর্সেনিকযুক্ত পানি
গ. দূষিত পানি ঘ. দূষিত বায়ু
৩১. তোমার এলাকায় প্রায়ই ডায়রিয়া রোগের প্রাদুর্ভাব দেখা যায়। এমন পরিস্থিতিতে তুমি এলাকাবাসীকে নিয়ে কী করবে?
ক. পানিদূষণের কারণ ও ফলাফল জানবে
খ. প্রতিকারের জন্য কবিরাজের কাছে যাবে
গ. বেশি বেশি গাছ রোপণ করতে বলবে
ঘ. আর্সেনিক দূষণ সম্পর্কে সচেতন করবে
৩২. প্রতিকূল পরিবেশে তুমি তোমার পরিবারের জন্য নিরাপদ পানি না-ও পেতে পারো। এই পরিস্থিতি মোকাবিলায় তুমি কী ধরনের প্রস্তুতি নেবে?
ক. পানি শোধনের প্রক্রিয়া রপ্ত করবে
খ. পানি সংগ্রহে রাখবে গ.অপচয় করবে না
ঘ. পানি দূষিত করবে না
৩৩. বালু ও কাদাযুক্ত পানিকে কোন প্রক্রিয়ায় সম্পূর্ণ নিরাপদ করা যায়?
ক. ট্যাবলেট মেশানো-ছাঁকন
খ. থিতানো-ছাঁকন
গ. ছাঁকন-থিতানো ঘ. থিতানো-ফোটানো
৩৪. ঘূর্ণিঝড়ের সময় পানি শোধন করার সর্বোত্তম উপায় কোনটি?
ক. রাসায়নিক পদার্থ মিশিয়ে
খ. ফোটানোর মাধ্যমে
গ. ছাঁকন-প্রক্রিয়ায় ঘ. থিতানোর মাধ্যমে
৩৫. বন্যার সময় যখন নিরাপদ পানি পাওয়া যায় না, তখন কী মিশিয়ে পানি নিরাপদ করা যায়?
ক. ফিটকিরি খ. ফরমালিন
গ. স্যাকারিন ঘ. কৃত্রিম রং
৩৬. তোমার গ্রামে খাওয়ার পানির জন্য যদি শুধু নদী ও পুকুরের ওপর নির্ভর করতে হয়, এ অবস্থায় তুমি কীভাবে পানি পান করবে?
ক. সূর্যের আলোতে রেখে পান করবে
খ. ১৫ মিনিট ফিল্টার করে পান করবে
গ. ১২ মিনিট ফুটিয়ে ঠান্ডা করে পান করবে
ঘ. ২০ মিনিট ফুটিয়ে ঠান্ডা করে পান করবে
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
সঠিক উত্তর: অধ্যায়-৩
২৬. খ ২৭. ঘ ২৮. ক ২৯. গ ৩০. গ ৩১. ক ৩২. ক ৩৩. ঘ ৩৪. ক ৩৫. ক ৩৬. খ
শিক্ষক, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা