একাদশ শ্রেণির শিক্ষার্থীদের পড়াশোনা সমাজবিজ্ঞান ১ম পত্র 538

* সৃজনশীল প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ সমাজবিজ্ঞান বিষয়ের অধ্যায়-১ থেকে একটি সৃজনশীল প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।

সালমান ও সাগর ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করছেন। সালমানের পঠিত বিষয় প্রাণিজগতের সদস্য হিসেবে মানুষের উত্পত্তি ও ক্রমবিকাশ নিয়ে। একইভাবে মানুষের সংস্কৃতি নিয়েও তিনি অধ্যয়ন করেন। অন্যদিকে সাগরের পঠিত বিষয় পরিবর্তনশীল সমাজ ও সামাজিক সম্পর্ক নিয়ে। দুজনের পঠিত বিষয় ভিন্ন; তবুও তাঁরা পড়াশোনার নানা বিষয় নিয়ে একে অন্যকে সাহায্য-সহযোগিতা করেন।
ক. The New Science গ্রন্থের লেখক কে?
খ. সমাজবিজ্ঞান হলো সমাজের পূর্ণাঙ্গ পাঠ—ব্যাখ্যা করো।
গ. সাগর কোন বিষয় নিয়ে অধ্যয়ন করছেন? বর্ণনা করো।
ঘ. সালমান ও সাগরের পঠিত বিষয়ের মধ্যে গভীর সম্পর্ক বিদ্যমান—কথাটি বিশ্লেষণ করো।

উত্তর-ক
সমাজবিজ্ঞানী ভিকো।
উত্তর-খ
সমাজবিজ্ঞান সমাজের মানুষের পারস্পরিক সম্পর্ক, সহযোগিতা, জীবনপ্রণালি, সামাজিক সমস্যা, দ্বন্দ্ব ইত্যাকার বিষয় নিয়ে আলোচনা করে। একই সঙ্গে সমাজের বিভিন্ন অনুষ্ঠান-প্রতিষ্ঠান, উন্নয়ন, পরিবর্তন প্রভৃতি বিষয়ও সমাজবিজ্ঞানের আলোচ্য বিষয়। সমাজবিজ্ঞান আদিম সরল-প্রকৃতির সমাজ নিয়ে যেমন আলোচনা করে, তেমনি আধুনিক জটিল-প্রকৃতির সমাজ নিয়েও বিস্তারিত আলোচনা করে। সমাজ সম্পর্কে সমাজবিজ্ঞানের এমন বিস্তারিত আলোচনার পরিপ্রেক্ষিতেই একে সমাজের পূর্ণাঙ্গ পাঠ বলে অভিহিত করা হয়ে থাকে।
উত্তর-গ
উদ্দীপকে দেখা যাচ্ছে, সাগরের অধ্যয়নকৃত বিষয় পরিবর্তনশীল সমাজ ও সামাজিক সম্পর্ক নিয়ে, তাই বিষয়টি সমাজবিজ্ঞান হিসেবে চিহ্নিত করা যায়।
উত্তর-ঘ
সালমানের পঠিত বিষয় হলো নৃবিজ্ঞান আর সাগরের পঠিত বিষয় হলো সমাজবিজ্ঞান। সমাজবিজ্ঞান ও নৃবিজ্ঞান জ্ঞানের আলাদা শাখা হলেও বিজ্ঞান দুটির মধ্যে গভীর সম্পর্ক বিদ্যমান। অনেকে এই দুটি বিজ্ঞানকে যমজ বোন হিসেবে অভিহিত করে থাকেন।
সমাজবিজ্ঞান ও নৃবিজ্ঞান উভয়েই সামাজিক বিজ্ঞানের পরিধিভুক্ত। সামাজিক বিজ্ঞানের পরিধিভুক্ত হওয়ায় উভয় বিজ্ঞানের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক থাকাই স্বাভাবিক। উভয় বিজ্ঞানই মানব আচরণ-সম্পর্কিত পাঠ বা অধ্যয়ন। তাই সমাজবিজ্ঞান ও নৃবিজ্ঞানের আলোচ্য বিষয়ের মধ্যেও যথেষ্ট মিল রয়েছে। সাংস্কৃতিক নৃবিজ্ঞানের মৌলিক আলোচ্য বিষয় হলো মানব-সংস্কৃতি।
সামাজিক নৃবিজ্ঞানের আলোচ্য বিষয়ের মধ্যে আদিম সমাজব্যবস্থা, পরিবার ও বিবাহ, সামাজিক আচার-অনুষ্ঠান, বিভিন্ন প্রতিষ্ঠানের উত্পত্তি ও বিবর্তন প্রভৃতি অন্যতম।
সামাজিক ও সাংস্কৃতিক নৃবিজ্ঞানের ওই আলোচ্য বিষয় সমাজবিজ্ঞানেরও পরিধিভুক্ত। অন্যদিকে সমাজবিজ্ঞান ও নৃবিজ্ঞান একে অন্যের ওপর নির্ভরশীল। সমাজবিজ্ঞানের বিভিন্ন জ্ঞান ও সিদ্ধান্ত নৃবিজ্ঞানীদের সহায়তা করে। আবার একইভাবে নৃবিজ্ঞানীদের নানা সিদ্ধান্তও সমাজবিজ্ঞানীদের সাহায্য করে। এদিক থেকে একে অপরের পরিপূরক। জ্ঞান আহরণের ক্ষেত্রেও সমাজবিজ্ঞান ও নৃবিজ্ঞানের মধ্যে মিল রয়েছে। পর্যবেক্ষণ পদ্ধতি, ঘটনা অনুসন্ধান পদ্ধতি, নৃতাত্ত্বিক পদ্ধতি, তুলনামূলক পদ্ধতি প্রভৃতি সমাজবিজ্ঞানে যেমন ব্যবহূত হয়, তেমনি নৃবিজ্ঞানেও ব্যবহূত হয়। এদিক থেকে দুটি বিজ্ঞানই মৌলিক বিজ্ঞান হিসেবে স্বীকৃত।
অন্যদিকে উভয় বিজ্ঞানই সমাজ ও সভ্যতার উত্পত্তি, ক্রমবিকাশ ও কার্যকারণ ব্যাখ্যার ক্ষেত্রে নিরপেক্ষ মূল্যবোধ থেকে জ্ঞান আহরণ করে। উপরিউক্ত আলোচনা থেকে এটাই প্রতীয়মান যে, সালমান ও সাগরের পঠিত বিষয়ের মধ্যে গভীর সম্পর্ক বিদ্যমান।

Total Pageviews