এসএসসি পরীক্ষার রেজাল্ট উপলক্ষে
" # মিস্টি_দে " সিনেমার একাংশ :
কাহিনী;চিত্রনাট্য ও
পরিচালনায়ঃআবুল মোখছেদ বল্টু
!
নায়িকা ছখিনা এসএসসি পাশ করার
পর বাজার থেকে মিস্টি কিনে
বাড়ি ফেরার পথে ভিলেন চাঁন্দুর
আক্রমণের স্বীকার!!!
! বিডিলাভ২৪.কম
চাঁন্দুঃহাতে কি তোমার সুন্দরী?
?
ছখিনাঃহাতে কি তা তোকে
বলবো কেন শয়তান?
!
চাঁন্দুঃ মুহাহাহা;হাতে মিস্টি!?
(প্যাকেট দেখে)
!
ছখিনাঃ হ্যাঁ;মিষ্টি ! তাতে তোর
কি হারামজাদা???
!
চাঁন্দুঃ এই মিস্টিই তো আমার চাই!
! বিডিলাভ২৪.কম
ছখিনাঃ না___কখনোই না
শয়তান;আমার জীবন দিবো কিন্তু
তোকে একটা মিস্টিও দেবোনা!!
!
চাঁন্দুঃ কি বললি??? মিষ্টি
দিবিনা???
সোজা আঙ্গুলে যখন মিস্টি
উঠলোইনা তখন তো আঙ্গুল বাঁকা
করতে হবে(মিস্টির ওপর আক্রমণ)
চাঁন্দুঃ মিষ্টি ছেড়ে দে শয়তান!!!
বাঁচাও!! বাঁচাও___কেউ আমার
মিস্টিগুলোকে এই শয়তানটার হাত
থেকে বাঁচাও!!!
!
এমন সময় নায়ক আক্কাস কোথা থেকে
যেনো উড়ে এসে ভিলেনকে মার
শুরু করলো ( ওই ডিসুম_ডিসুম)!!
মারামারি করার সময় মিস্টির
প্যাকেটটি নিচে পড়ে যায়!!!
:
মারামারি শেষে আক্কাস মিস্টির
প্যাকেট যেই ছখিনার হাতে তুলে
দিতে গেছে ঠিক তখনই পুলিশ
এসে"(ডিসক্যাউ ডিসক্যাউ)স্টপ;
মিস্টি কেউ নিজের হাতে তুলে
নেবেননা!! " বিডিলাভ২৪.কম
!
ছখিনা তখন নায়ক আক্কাসকে ধরে
কেঁদে বলল,"আজ আপনি না থাকলে
কি যে হতো মিস্টিগুলোর!"
আক্কাসঃ এটা তো আমার কর্তব্য!!
!
এরপর ছখিনা আসি বলে একটা মুচকি
হাসি দিয়ে চলে গেলো আর
আক্কাস চেয়ে রইলো ছখিনার গমন
পথে!!
শুরু হলো কল্পনায় গানঃ দেখেছি
তোমারে ; তুরাগ নদীর পাড়ে......
Home »
Funny Jokes
» এসএসসি পরীক্ষার রেজাল্ট উপলক্ষে " মিস্টি_দে " সিনেমার একাংশ