ফোনে কথা হচ্ছে-
মেয়েঃ- প্রতিদিন তোমার এই
ঘ্যানঘ্যান আমার আর ভাল লাগে না।
ছেলেঃ- ভাল লাগে না মানে! তুমি
কি বলতে চাও?
মেয়েঃ- আমি বলতে চাই, আমি
আমাদের সম্পর্ক আর টানতে পারবো
না!
ছেলেঃ-টানতে পারব না মানে কি?
মেয়েঃ- মানে না বোঝার তো কিছু
নেই, আমি ব্রেকআপ চাইছি!
ছেলেঃ-ব্রেকআপ!
মেয়েঃ- হ্যাঁ ব্রেকআপ!
ছেলেঃ-সিরিয়াসলি বলছো?
মেয়েঃ-হুম সিরিয়াসলি, BYE.....
কিছুক্ষণ পর, ছেলেটি মেয়েটিকে ফোন
করল-
মেয়েঃ- বললাম তো ব্রেকআপ আবার
কি! আর কিছু বলার আছে?
ছেলেঃ-হুম আছে।
মেয়েঃ-দেখো তোমার আর কোন কথা
শুনার ইচ্ছে নেই।
ছেলেঃ-শুনতে হবে না, আমি তোমার
সাথে দেখা করবো।
মেয়েঃ-আমি আসতে পারবো না।
ছেলেঃ-আসতে পারবে না মানে!
তাহলে কি আমি তোমার বাড়িতে
আসবো?
মেয়েঃ-এই না, তুমি থাকো আমি
আসছি।
এক ঘণ্টা পর.........
মেয়ের ও ছেলের দেখা হলো।
ছেলেঃ-তুমি তখন কি বলছো, আমাদের
ব্রেকআপ তাই না?
মেয়েঃ-হুম।
ছেলেঃ-আবার বলো....
মেয়েঃ-ব্রেকআপ।
ছেলেঃ-সিরিয়াসলি বলো....
মেয়েঃ-এক কথা কতবার বলবো?
ছেলেঃ-আচ্ছা! এইটা আমাদের কততম
ব্রেকআপ?
মেয়েঃ-আমার মনে নেই, হবে হয়তো
২১৬/২১৭তম।
ছেলেঃ-তোমার মাথার চুল এত পাতলা
কেন?
মেয়েঃ-তুমি কি এগুলোকে আস্ত
রাখছো, তোমার মেজাজ গরম হলেই
এগুলোর উপর হামলা হয়!
ছেলেঃ-মায়ের চড় কবে খেয়েছো মনে
আছে?
মেয়েঃ-আমি কি সত্যি সত্যি বলছি
নাকি! তুমি এত রেগে যাচ্ছো কেন?
ছেলেঃ-তাহলে ফোনে কি
বলেছিলে?
মেয়েঃ-সেতো আমি এমনি
বলেছি।
ছেলেঃ-এমনি বলছো তাই না?
মেয়েঃ-সেতো তুমিও বলো।
ছেলেঃ-হ্যাঁ বলি, যখন আমি.......
মেয়েঃ-আচ্ছা থাক না এসব।
ছেলেঃ-.........চল।
.
তারপর দুজন হাঁটতে হাঁটতে কথা
বলছে............
.
মেয়েঃ-জানো আমদের এই ছোট
ছোট ব্রেকআপ গুলো মাঝেমাঝে
এইভাবে খুব কাছে নিয়ে আসে।
ছেলেঃ-তোমাকে আজ দারুন লাগছে,
অনেকটা পাগলির মতো।
মেয়েঃ-জানি, চল ওই দিকটায় বসি।
এই ভাবেই
চলতে থাকে তাদের অসমাপ্ত
ভালোবাসা.....!!!.
Home »
ভালবাসার গল্প - Bangla Love Story
» মেয়েঃ- প্রতিদিন তোমার এই ঘ্যানঘ্যান আমার আর ভাল লাগে না