একবার ইংরেজী পরীক্ষার প্রশ্ন দেখে
বল্টুর চোখ তো ছানাবড়া।
রচনা পড়েগিয়েছিলো
'মাই ফ্রেন্ড' আর
প্রশ্নে এসেছে 'মাই ফাদার'।
ভাবছে, কী করা যায়..?
হুম, পেয়েছি।
শুধু ফ্রেন্ডের জায়গায়
'ফাদার' বসিয়ে
দিলেই তো খেইল খতম!
তো এই ভেবেই
'বল্টু' ইংরেজীতে 'মাই
ফাদার' রচনা
লেখা শুরু করল।
এভাবে___________
|
||
আমার অনেক "ফাদার" আছে,
কিন্তু আবুল
আমার খুব প্রিয় একজন
"ফাদার"।
আমার প্রিয় "ফাদার"
আবুল প্রায়ই আমাদের
বাসায় আসে।
আমার মা ও আমার প্রিয়
"ফাদার" আবুল'কে
খুব পছন্দ করেন।
রচনার একদম শেষে লিখে দিলেন,
"অসময়ের" "ফাদার" ই প্রকৃত ফাদার।
Home »
Funny Jokes
» আমার মা ও আমার প্রিয় "ফাদার" আবুল'কে খুব পছন্দ করেন