আগেই বলে রাখি এই টিউন টি হয়তঅনেকে যানেন,, যারা জানেন ভালোকথা,, যারা জানেনা তাদের জন্যআমার এই পোষ্ট লিখা।অনেক কথা বলে ফেল্লাম, আর কথাবাড়াবনা, এবার পোষ্টটে চলে জাই।“চলুন এবার টিউন টি শুরু করি।জিপি গ্রাহকরা একটু পরিশ্রম করে নিয়ে নিন কম টাকায় বেশি এমবি।জিপি দিন দিন যা শুরু করসে তাতে আমাদের অনেকেই এখন নেট এ বেশি আসতে পারি না।আজকের পোস্ট টায় আপনাদের কিছুটা উপকার হতে পারে বলে আমি মনে করি।ইদানিং জিপি একটা অফার দিসে যে নির্দিষ্ট পরিমান কথা বলার (কারো ১ মিনিট কারো ২ মিনিট কারো ৬ মিনিট) পর প্রতি ১ মিনিট কথা বললে ১ এমবি বোনাস দিবে।ত আমরা এটাকেই কাজে লাগিয়ে এবং একটু পরিশ্রম করে আনলিমিটেড এমবি নিয়ে নিতে পারি।১. প্রথমে দেখে নিন আপনার টার্গেট কত মিনিট। দেখতে ডায়াল করুন *৯৯৯*২# (অফার ও চালু হয়ে যাবে।)২. এরপর মোবাইলে এ রিচার্জ করুন ২৯(মেয়াদ ৩ দিন)/৭৯(মেয়াদ ৩০ দিন) টাকা। তাহলে ১ পয়সা পালস পাবেন।৩. তারপর আপনার টার্গেট অনুযায়ী ১,২,৪ অথবা ৬ (যার যা টার্গেট) মিনিট কথা বলুন।৪. তারপর সাথে আরেকটা মোবাইল নিন এবং অই মোবাইল টায় ফোন দিন (যে নাম্বার এ এমবি নিবেন সে নাম্বার থেকে) আর প্রতি বার কল দিয়ে রিসিভ করে ১ সেকেন্ড পরেই কেটে দিন বাস্ পেয়ে যাবেন ১ এমবি। এভাবে করে আপনি ১ টাকায় ১০০ এমবি এর মত পেয়ে যাবেন। ১০ টাকায় ১ জিবি! মানে ইচ্ছে মত! এভাবে নিয়ে নিতে পারবেন যত খুশি তত। জাস্টএকটু পরিশ্রম করতে হবে আরকি। এছাড়া আর কোনো ভাল অফার নাই এখন। যদি আসে তাইলে এইটা বাদ দিয়া দিবেন।Note: এই এমবি কেবল মাত্র ১ দিন মেয়াদি। সবসময় ব্যবহার করা যায়। *৫৬৬*১১# ডায়েল করে এমবি চেক করতে পারবেন। মেয়াদ বাড়ানোর ট্রিক পেলে জানাবেন আর আমিও খুজে বেড়াচ্ছি।ধন্যবাদ সবাইকে, পোস্ট টি পড়ারজন্য। ভালো লাগলে অবশ্যই কমেন্টকরে, আপনার মূল্যবান মতামত টিজানাবেন, কোনু ভুল হলে ছোট ভাইহিসেবে ক্ষমা করবেন।
বিঃদ্রঃ কেউ ট্রাই না করে অযথা কমেন্ট করবেননা, আপনাদের সহজে বোঝার জন্য, স্ক্রিনশট সহ লিখেও দিলাম, সব সময় আমি নিজে ট্রাই করে তারপর পোষ্ট করি।
Home »
Grameenphone Free Internet Offer
» [দারুন অফার] জিপি গ্রাহকরা একটু পরিশ্রম করে নিয়ে নিন 10 টাকায় বেশি 1 জিবি
মেগাবাইট