আজ আপনাদের আমি Adplay নামক একটি Ad Networkএর সম্পর্কে জানাবো।আমাদের যাদেরওয়েবসাইট বা ব্লগ রয়েছে তাদের কাছেগুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে ভালো Ad Networkকেননা এর মাধ্যমেই তারা টাকা আয় করে থাকেন।এসবদিক থেকে Google Adsense এর চেয়ে ভালোকিছু হয় না; তবে Google Adsense সবার ভাগ্যেজোটেও না। তাই আমরা বিকল্প Ad Network খুজি,আর অনেক সময় আমরা RevenueHits,Pop cash এরমতন বাজে Ad Network ব্যবহার করে ফেলি আর।এতে করে আমাদের Seo খারাপ হয়ে যায় এবংভিজিটর ও চলে যায়।তাই আজ আপনাদের যে Adnetwork এর কথা বলব এরনাম হল Ad Play। বাংলাদেশ সহ ভারত এবং চীন এএদের কার্যক্রম পরিচালিত হয়। এরা মোবাইল এডনেটওয়ার্ক, অর্থাত এদের দেয়া বিজ্ঞাপন শুধুমাত্রমোবাইল ডিভাইসে দেখা যাবে। আপনার সাইটেরভিজিটর যদি দিনে ১০০০ বা তার বেশি তবে আপনি এইAd Network এর এপ্রোভাল পাবেন। আর আপনারওয়েবসাইটি প্রিমিয়াম ডোমেইন অর্থাত. কম.নেটইত্যাদি ডোমেইন সম্পন্ন হতে হবে, তাছাড়াআপনার সাইট এপ্রোভ হবে না আর সবচাইতে বড়কথা হল;যেহেতু মোবাইল এড নেটওয়ার্ক তাইআপনার সাইট অবশ্যই মোবাইল ডিভাইস রেসপন্সিভহতে হবে।আপনার যদি ভিজিটর ১০০০+ হয় আর দিনে যদি আপনার২৫-৩০ ক্লিক হয় তাহলে আপনি অনায়াসেই ৬০-৬৫ টাকাআয় করতে পারবেন আর বেশি ক্লিল হলোআরো বেশি আয় করতে পারবেন।অনেকসময়ইমপ্রেশন বেশী থাকলে আপনি প্রতি ক্লিকে৭-১০ টাকা পেতে পারেন।এখান থেকে সাইনআপ করতে পারেন। আরআপনার সাইট যদি গন্য হয়; তবে এড প্লেসএপ্রোভ হতে ২-৪ দিন সময় লাগতে পারে।
http://adplay.vumobile.biz/PublisherRegister.aspx
Home »
online Earning Tips
» AdPlay এড নেটওয়ার্ক ব্যবহার করে মাসে আয় করুন হাজার হাজার টাকা(বিস্তারিত)