আশা করি সবাই ভালো আছেন। ইন্টারনেট এ ছোট ছোট
কাজ করে কিছু টাকা উপার্জনের কিছু সাইট নিয়ে
হাজির হলাম আপনাদের সামনে। হয়তবা অনেকেই এই
সাইট গুলোর নাম আগে থেকেই জানেন। যারা জানেন না
তাদের জন্য আমার আজকের লিখা।
*. microworkers.com : এই সাইটটি অনেক জনপ্রিয়। কাজ
করার সাত দিনের মাঝে আপনার টাকা হয়ে যাবে।
একাধিক একাউন্ট করা যাবে না। নয় ডলারের বেশি হলে
পেপাল, পায়জা ও মানিবুকের্স দিয়ে টাকা তুলতে
পারবেন।
*. shorttask.com : এই সাইটটি কার্যক্রম অনেক ভালো।
একাধিক একাউন্ট করা যাবে না। দশ ডলারের বেশি হলে
পেপাল দিয়ে টাকা তুলতে পারবেন।
*. minuteworkers.com : এই সাইটটি ভালো সাইট হিসাবে
যথেষ্ট সুনাম অর্জন করেছে। রেফারেল দিলে পাচ সেন্ট
পাবেন ও আপনার রেফারার যদি একটি কাজ সফলভাবে
শেষ করেন তবে দশ সেন্ট পাবেন। দুই ডলারের বেশি হলে
১০% ফী দিয়ে টাকা তুলতে পারবেন। তবে দশ ডলারের
বেশি হলে কোনো ফী দিতে হবে না। পেপাল ও পায়জা
দিয়ে টাকা তুলতে পারবেন।
*. microtoilers.com
: এই সাইটটিতে একাউন্ট করার সাথে সাথে এক ডলার
পাবেন। এই সাইট এ রেফারেল এর বেবস্থা আছে।
প্রথমবার টাকা তুলতে পচিশ ডলার বেশি হতে হবে। এরপর
নয় ডলারের বেশি হলে পেপাল ও পায়জা দিয়ে টাকা
তুলতে পারবেন। (তবে এই সাইটটিতে আমি কখনো কাজ
করিনি)
*. jobboy.com
: এই সাইটটিতে একাউন্ট করার সাথে সাথে এক ডলার
পাবেন। এই সাইট এ রেফারেল এর বেবস্থা আছে। দশ
ডলারের বেশি হলে পেপাল ও পায়জা দিয়ে টাকা
তুলতে পারবেন।
*. microjob.co : এই সাইটটিতে আপনি নিজের প্রোফাইল
তৈরী করে আপনার কাজের বর্ণনা দিতে পারবেন
পাশাপাশি ছোট ছোট কাজ করে কিছু টাকা উপার্জন
করতে পারবেন। পেপাল, পায়জা ও মানিবুকের্স দিয়ে
টাকা তুলতে পারবেন। কিন্তু টাকা পাঠাতে ত্রিশ কর্ম
দিবস সময় নিয়ে থাকে।
*. centworkers.com
: এই সাইটটিতে আপনি রেফারেল দিলে দশ সেন্ট পাবেন
ও আপনার রেফারার যদি কাজ করে একশ ডলার উপার্জন
করেন তবে এক ডলার পঞ্চাশ সেন্ট পাবেন। পাচ ডলারের
বেশি হলে পেপাল, পায়জা ও মানিবুকের্স দিয়ে টাকা
তুলতে পারবেন।
*. pointdollars.com
: এই সাইট এ রেফারেল এর বেবস্থা আছে। প্রথমবার
টাকা তুলতে পচিশ ডলার বেশি হতে হবে। এরপর নয়
ডলারের বেশি হলে পেপাল ও পায়জা দিয়ে টাকা
তুলতে পারবেন। (তবে এই সাইটটিতে আমি কখনো কাজ
করিনি)
*. priyo24.com
: এটি একটি বাংলাদেশী সাইট। এর মান ঠিক রাখতে
এডমিনগণ যথেষ্ট চেষ্টা করে যাচ্ছেন। যারা ইংলিশ
একটু কম পারেন, তারা এই সাইটটিতে চেষ্টা করতে
পারেন। এই সাইটটি সম্পর্কে বেশি কিছু বলছি না, কারণ
সাইটটি বাংলায়। তাই কোনো কিছু বুঝতে অসুবিধা হবার
কথা না ।
Home »
earn money online
,
free online earning tips
,
how to make money online
,
make money online
,
online Earning Tips
» ছোট কাজ করে ছোট টাকা উপার্জন