বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যানুযায়ী, একজন পুরুষের প্রতি
মিলিলিটার শুক্রাণুতে যদি ২০ মিলিয়নের কম স্পার্ম
থাকে তবে সেই পুরুষ অনুর্বর হতে পারে। পুরুষদের যৌন
সম্পর্কিত বিভিন্ন সমস্যা দেখা যায়।
পুরুষদের পুরুষাঙ্গের স্পার্মের সমস্যা দেখা দেয়।
স্পার্মের জন্য যৌন অক্ষমতা দায়ী।
যৌনশক্তি কম থাকা।
হয়তো বীর্য পতন এর পরিবর্তে হালকা পানির মত উপাদান
বের হয়।
বীর্য পাতলা হয়ে যায়। পাতলা বীর্য ঘন করতে রসুন এর
কোন তুলনা নেই।
যৌন ইচ্ছা খুব বেশী হয় বা মাত্রাতিরিক্ত হয় যার
অত্যধিক প্রয়োগ পুরুষের নার্ভাস সিস্টেমের ক্ষতি
করতে পারে।
উপরের সকল সমস্যার সমাধানের অর্থাৎ যৌনক্ষমতা
বৃদ্ধিতে রসুন এর উপকারিতা অনেক। সুস্থ বীর্য তৈরিতে
রসুনের জুড়ি নেই। রসুন কে ‘গরীবের পেনিসিলিন’ বলা হয়।
কারণ এটি অ্যান্টিসেপ্টিক হিসাবে কাজ করে।
গবেষণায় দেখা গেছে, খালি পেটে রসুন খেলে এটি
একটি শক্তিশালী অ্যান্টিবায়োটিক এর ন্যায় কাজ
করে। সকালের নাস্তার পূর্বে যদি রসুন খাওয়া হয় এটি
আরও কার্যকরীভাবে কাজ করে। খালি পেটে রসুন
খাবার ফলে ব্যাকটেরিয়াগুলো উন্মুক্ত হয় এবং তখন
রসুনের ক্ষমতার কাছে তারা নতিস্বীকার করে। এতে
শরীরের ক্ষতিকর ব্যাকটেরিয়া সমূহ ধ্বংস হয়।
প্রতিদিন দু থেকে তিনটি রসুনের (Garlic) কোয়া কাঁচা
অবস্থায় চিবিয়ে খান৷ এতে আপনার যৌন ইচ্ছা কমে
গিয়ে থাকলে তা বৃদ্ধি পাবে৷ এ ছাড়া গমের তৈরি রুটির
(Bread from wheat) সঙ্গে রসুন মিশিয়ে খেলে তা আপনার
শরীরে স্পার্ম উত্পাদনের মাত্রা
বাড়ায়(Increase sperm) এবং সুস্থ স্পার্ম (Healthy sperm)
তৈরিতে এটি সাহায্য করে৷
কাঁচা রসুন দিনে ২ কোয়ার বেশি খাওয়া যাবে না।
রান্নায় রসুন ব্যবহার হলেও দিনে মাত্র ২ কোয়া কাঁচা
রসুন খাওয়া যাব
ে। রসুন খেলে অ্যালার্জির সমস্যা হলে কিংবা কোনো
বিশেষ কারণে রসুন খাওয়া নিষেধ থাকলে তাদের রসুন
না খাওয়াই ভালো।
দুগ্ধদানকারী মায়েদের রসুন না খাওয়াই ভাল। কারণ রসুন
খাওয়ার ফলে তা মায়ের দুধের মাধ্যমে শিশুর
পাকস্থলীতে ঢুকে শিশুর পেটে যন্ত্রণার কারণ হতে
পারে।
রসুন খাওয়ার ফলে পাকস্থলীতে অস্বস্তি বোধ করলে রসুন
খাওয়া বন্ধ রাখবেন।
Home »
যৌন বিষয়ক টিপস
» সকালে খালি পেটে কাচা রসুন খেলে কি শুক্রানু ও যৌন শক্তি বৃদ্ধি পায়?