প্রাকৃতিক উপায়েচোখের নিচের কালো দাগ দূর করার উপায়।

অনেককে দেখা যায় অল্প বয়সেই চোখেরনিচে কালো দাগ পড়তে। আর এ থেকেরেহাই পেতে হন্য হয়ে এর ওর কাছেপরামর্শ চাইতেও দৌঁড়াতে দেখা যায়তাদের। কিন্তু তাতেও সমস্যার সমাধানমেলে না। তো কী করবেন, কিভাবে এথেকে রেহাই পাবেন?আছে সমাধান। প্রাকৃতিক উপায়ে আপনারত্বক তো ঝকঝকে হবেই, নিমেষে উধাওহবে চোখের নিচের কালি।১. আলুর খোসা ছাড়িয়ে পিষে নিন। একটিপাত্রে রস বের করে রাখুন। তুলোয়ভিজিয়ে চোখের নিচে লাগিয়ে রাখুন।তুলোর জায়গায় পাতলা পাতলা করে আলুকেটেও লাগাতে পারেন। ২০ মিনিটঅপেক্ষা করুন। চোখ ধুয়ে নিন। সপ্তাহেদু–তিনবার করতে পারেন।২. গোল গোল করে শশা কেটে নিন।ফ্রিজের মধ্যে রেখে দিন কিছুক্ষণ।তারপর চোখবন্ধ করে শুয়ে পড়ুন।কালিপড়া অংশে শশার টুকরো রেখেদিন। ২০ মিনিট পর ধুয়ে নিন। শশার রসেরসঙ্গে লেবুর রস মিশিয়েও লাগাতেপারেন। এক সপ্তাহের মধ্যে ফল পাবেন।৩. এক চামচ টমেটোর রসের সঙ্গে আধচামচ লেবুর রস মেশান। চোখের চারপাশেকালো অংশটুকুতে লাগান। খেয়ালরাখবেন চোখের মধ্যে যেন ঢুকে না যায়।১০ মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন।দিনে দু’বার করলে ভালো হয়। লেবু নামিশিয়ে শুধুমাত্র টমেটোর রসও ব্যবহারকরতে পারেন।৪. রাতে শুতে যাওয়ার আগে আঙুলে অল্পআমন্ড অয়েল নিন। কালি পড়া অংশেহাল্কা মাসাজ করুন। সকাল এঘুম থেকেউঠে ধুয়ে নিন। অল্পদিনে ফল পাবেন।৫. ‌গোলাপ পানিতে তুলো ভিজিয়েচোখের নিচে লাগিয়ে রাখুন। প্রতিদিনসকালে গোসলের আগে ও রাতে ঘুমনোরআগে ১৫ মিনিট অভ্যাস করুন।

Total Pageviews