একটা ইউটিউব চ্যানেল পাল্টে দিতে পারে আপনার জীবন ও আর্থিক অবস্থা। কিছু ভালো মানের কাজ অনেক বেসি কাজের আগ্রহ আপনাকেওকরে তুলতে পারে সফল এবং সফলের উধারন

আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ? আশা করি টিউন পড়বার পর অনেকেই আশা খুজে পাবেন অনেকেই কাজ সুরু করবেন নতুন উদ্যমে। হ্যাঁ আমি আজকে অল্প কিছু আলোচনা করবো কি ভাবে আপনার একটা ইউটিউব চ্যানেল আপনার আর্থিক অবস্থা এবং জীবনকে পরিবর্তন করতে পারে। এখন কম বেসি সবাই জানে যে ইউটিউব থেকে ইনকাম হয় এবং কিছু কিছু মানুষ জানেন কত ইনকাম সম্ভব।ত জীবন ও আর্থিক অবস্থার পরিবর্তন এর জার্নি তে নামতে আপনার কি কি লাগবে১। প্রবল ও প্রচণ্ড আগ্রহ২। জীবনে বড় হউয়ার অনেক বড় স্বপ্ন৩। ভালো কাজ এবং পরিশ্রম করার মানুসিকতা৪। নিজের প্রতি আস্থা ও বিশ্বাস৫। সফল হউয়ার জন্য যতটুকু কাজ করা প্রয়োজন তার চাইতে বেসি কাজ করবার মনোভাবএর পর ভালো ভাবে জেনে নেয়া আসলে ইউটিউব কি কি ভাবে কাজ করে, কেন আমাদের পে করছে, ইউটিউব এর কি কারনে অ্যাকাউন্ট বাদ হয়ে যায়, অ্যাকাউন্ট বাদ হউয়া থেকে বাচার উপায়। কোন কোন জিনিষ ইউটিউব পছন্দ করে আর কি কি একদম দেখতেই পারেন না। অ্যাকাউন্ট কি করে তৈরি করতে হয় এবং কি করে সেটাকে ভালো ভাবে সাজানো গোছানো লাগে। জানতে হবে মনিটাইজেশন কি? কি ভাবে তা অ্যাক্টিভ করতে হয়, জানতে হবে অ্যাডসেন্স কি ? কি ভাবে অ্যাডসেন্স এর জন্য এপ্লাই করতে হয়। জানতে হবে একটা অ্যাডসেন্স এ কি ভাবে অনেক গুলা চ্যানেল অ্যাড করা যায়।এর পর জানতে হবে কি কি বিষয় নিয়ে কাজ করবো এবং সেগুলা কোথায় পাবো। এর কি ভাবে ভিডিও বানাবো এবং কি করে সেগুলাকে চ্যানেল এ আপলোড করবো। এর পরআসলো ভিডিও গুলাকে কি ভাবে মানুষের কাছে পউছে দেয়া যায়। এর পর এস ই ও,আরও অনেক ছোট বড় বিষয় আছে যা কাজ করতে করতে চলে আসে বা মনে পরে যায়। যাই হোক আমি যা যা বল্লাম এই ভাবে কেউ তার চ্যানেল কে সাজালে এবং কাজ ভালো ভাবে শিখে কাজ করলে ১০০% গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার জীবন ও আর্থিক অবস্থার পরিবর্তন হবেই হবেই।তবে দয়া করে কেউ না জেনে না বুঝে লাফাবেন না কারন না বুঝে কাজ করলে তার ফল কখনই ভালো আসে না। জানুন বুঝুন দেখুন এর পর কাজ সুরু করুন ইনশাআল্লাহ্‌ সফল আপনি হবেন ই।আমি চাইলে অনেকের ইনকামের তথ্য দিতে পারতাম সুনলে কয়েক দিন চিন্তা করবেন কি করে সম্ভব ? কিন্তু আমি সেটা করলাম না কে কি করলো কে কি না করলো, কে কত ইনকাম করলো তাতে আপনি কি করবেন একটু বলবেন ??? আপনি কাজ সিখলে আপনি ইনকাম করতে পারবেন এইটা যদি জানেন তাহলে আর অন্য কিছু জেনে কি করবেন কাজ সুরু করে দেন যাতে ২ দিন পর আপনার ইনকাম উধারন হয়।তাই কাজ সুরু করে দিন আজ থেকেইঅনেক কথা বল্লাম অনেক ইনফো দিলাম যারাবোঝার বুঝে কাজ সুরু করবেন আর যারা নতুন বিভিন্ন গ্রুপ টিউটোরিয়াল দেখে দেখে সামনে এগিয়ে জান।আজকের মত এই পর্যন্তই সবাই ভালো থাকবেন অনেক অনেক বেসি আল্লাহ্‌ হাফেয।

Last 7 Days Visitors