Home »
» দাঁতের ফাঁকাভাব কমাবো কী করে?
দাঁতের ফাঁকাভাব কমাবো কী করে?
আপনার এই ফাঁকা দাঁতকে বলা হয় midline diastema. পরিবারের আর কারো দাঁত ফাঁকা আছে কি আপনার মতন? আমাদের কারো কারো বংশগত কারনেও দাঁত ফাঁকা হয়ে থাকে। এছাড়া দাঁত ঠিক সময়ে না পড়া, ক্যানাইন এর long pathway ইত্যাদি আরো অনেক কারণ থাকতে পারে। যাইহোক, ফাঁকা দাঁত ঠিক করার অনেক ব্যবস্থা আছে। ফাঁকার পরিমাণ যদি কম হয়ে থাকে তাহলে (composite build up)leasure filling এর মাধ্যমে ঠিক করা সম্ভব। আর যদি বেশী হয়ে থাকে তাহলে একজন অর্থোডন্টিস্ট এর কাছে যেতে হবে যিনি ( midline diastema)ঠিক করতে পারবেন। চিকিৎসাটি ব্যয়বহুল এবং সময়সাপেক্ষ। প্রায় ২ বছর লেগে যায়। বয়স জানতে চেয়েছিলাম কারণ এই চিকিৎসাটি ১৮-২২ বছর বয়সে করা হলে ভাল ফল দেয়। ধন্যবাদ