সুবহানাল্লাহ, ছোট্ট এই দোয়াটি পাঠ করলে ১০ লাখ নেকি লাভ হয়

হযরত ইমাম তিরমিযী রহমাতুল্লাহি আলাইহি এবং হযরত ওমরফারুক রাযিয়াল্লাহু তায়ালা আনহু থেকে বর্ণনা, যে ব্যক্তি বাজার দিয়ে যাওয়ার সময় এ দুআটি পাঠ করবে, সে ব্যক্তির আমলনামায় দশ লাখ নেকি লেখা হবে এবং তার আমলনামা থেকে দশলাখ গুনাহ মুছে দেয়া হবে।দোয়াটি হলো: لااله الاالله وحده لاشريك له الملك وله الحمد يحيويميت وهوحي لايموت بيده الخير وهوعلي كل شيء قديرঅর্থ: আল্লাহ ছাড়া কোন মাবুদ নেই। তিনি একক। তাঁর কোন শরিক নেই। তাঁরজন্যই বাদশাহী ও রাজত্ব এবং তাঁর জন্যই সমস্ত প্রশংসা। তিনি জীবন দেন, মৃত্যু দেন। তিনি জীবিত আছেন, মারা যাবেন না কখনোই। সমস্ত কল্যাণ তাঁর নিয়ন্ত্রণে এবং তিনি সমস্ত জিনিসের উপর ক্ষমতাবান।মহান আল্লাহ তায়ালা এই দোয়াটির উপর সবাইকে আমল করার তাওফিক দান করুন। আমিন।

Total Pageviews