প্রেম না করার ২০টি সুবিধা! পড়ে দেখুন…আপনার হতাশা একটু হলেও কমে যাবে।

প্রেম না করার ২০টি সুবিধা ! পড়ে দেখুন…আপনারহতাশা একটু হলেও কমে যাবে।অনেকে প্রেম করতে পারে নাই এ জন্য হায়হায় করে, জীবন ব্যর্থ বলেও দাবি করে,নিজেকে পৃথিবীর সব থেকে বড় হতভাগাবলে। তাদের কে বলছি প্রেম ভালবাসা নাকরে কিন্তু বড় বাঁচা বাঁইছা গেছেনপোষ্টটা পড়েন আর খুশি হন। আল্লাহর কাছেশুকরিয়া আদাই করেন।

১. প্রেম না করলে টাকা পয়সা খরচ করতেহবে না খুব একটা। KFC, স্টার কাবাব, আর PizzaHut-এ গিয়ে পুরা মাসের খরচের টাকার কথাভুলে গিয়ে অযথা টাকা নষ্ট করতে হবেনা।

২. মানষিক অশান্তিতে ভুগতে হবেনা। দিন রাতছোটখাট বিষয় নিয়ে ঝগড়া করে মাথার তারছিঁড়তে হবেনা।

৩. প্রেম কইরা ঝগড়াজাটি করে ভাঙ্গচুর করাথেকে বেঁচে যাবেন।

৪.মোবাইলে অতিরিক্ত ব্যালেন্সেরপ্রয়োজন নেই।

৫. কোন প্রকারের গিফট কিনতে প্রচুর অর্থচাহিদা দরকার হবে না।

৬. রাতে শান্তিমত ঘুমাইতে পারবেন, পড়াশোনায়মনোযোগি থাকবেন।

৭.কোন প্রকারের আজেবাজে কথা শুনতেহবে না।

৮.প্রেমিকার বিয়ে ঠিক হওয়ার পর যে তীব্রকষ্ট আর যন্ত্রণা সেটা থেকে মুক্তথাকবেন। প্রেমিকার অন্যকারো সাথে বিয়েহলে সেই বিয়ের রাতের মত কষ্টের রাতআপনার জীবনে আসবেনা।

৯. প্রেম না করলে আপনাকে ছেকা খেতেহবেনা।

১০. ছেকা না খেলে আপনি জীবনের একতীব্র কষ্টের যন্ত্রণা পেতে হবে না,যেটা আপনারি ভাল।

১১. বন্ধু-বান্ধবদের সাথে সুসম্পর্ক বজায়থাকবে, প্রেমিকারে নিয়া কথায় কথায় ব্লেকমেইল হইতে হবে না, যাতে আপনার অনেকটাকা বেঁচে যাবে।

১২. প্রেম না করলে সব থেকে ইম্পটেন্টউপকারটা হবে অসময়ে বিয়ে করে ঝামেলায়পড়তে হবে না, আগে নিজের পায়েদাঁড়াইবেন! তারপর পছন্দ মত মেয়েকে বিয়েকরবেন। আপনিও খুশ, পরিবারও খুশ।

১৩. মিথ্যা কথা বলতে হবে না, প্রেমিক-প্রেমিকাকে তেল মাইরা কথা বলতে হবে না।

১৪. খোঁচা মারা কথার হাত থেকে রক্ষা পাইবেন,নিজের যা আছে তা নিয়া সন্তুষ্ট থাকতেপারবেন।

১৫. প্রেমে পড়লে অনেকে দেবদাসহয়ে যায়, ফলাফল নেষায় আসক্তি! যদি প্রেম নাকরেন তবে ঐ পথে পা না বাড়ানোর ৮০%সম্ভাবনা।

১৬. প্রেম, ভালবাসা একটু আবেগিয় ব্যাপার. মানঅভিমানে সুইসাইড করার প্রবোনতা থাকতেপারে, যদি নাই করেন তবে অকাল প্রয়াত হবারসম্ভাবনা নাই!

১৭. প্রেম ভালবাসায় একটা সময় কাছের মানুষথেকে দূরে সরিয়ে দেয়, আপনার ধ্যানজ্ঞান ঝুড়েই শুধু সে আর সে। এতে পারিবারিকশান্তি নষ্ট হয়।১৮. সময়ের অপচয় হবে না, প্রেম ভালবাসয় হাউকাউ বেশী. আজ এইটা কাল সেইটা খালিদৌড়াদোড়ি।

১৯. পাগল হবার কোন সম্ভাবনা নাই, So পাবনা যাইবারভয় নাই!

২০. প্রেম কইরা যদি ৫০ বছর বাঁচেন, তবে ঐটানা কইরা একদিন হইলেও বেশী বাঁচবেন, আমিগ্যারান্টি!আপনার উপকার করতে পারলে খুশি হবো।তবে বোরিং লাগলে কিছু করার নাই

Total Pageviews