পৃথিবী যদি পুরো গোলাকার হতো,তাহলে কি কোন সমস্যা হত?

পৃথিবী তো গোলাকারই আছে । উত্তর
ও দক্ষিনে একটু চাপা । একটি বড় ফুটবলে
একটি ছোট পিপড়া যদি চলাচল করে , এতে
পিপড়ার ফুটবলটি যে গোল তা মনে হয় না , সমতল মনে
হয় । কারণ ফুটবলের তুলনায় পিপড়া অতি নগণ্য । ফুটবল ও
পিপড়ার আকারের অনুপাতের চেয়েও লক্ষ-কোটি গুন
বেশি মানুষ ও পৃথিবীর আকারের অনুপাত । আমরা পৃথিবীর
আয়তনের তুলনায় অতি নগণ্য । তাই আমাদের ক্ষেত্রে
পৃথিবী আরও (পিপড়া ও ফুটবলের অনুপাত অনুযায়ী )
সমতল মনে হয় । তাই পৃথিবী গোল হলেও আমাদের
কাছে সমতল (প্রায়) মনে হয় । তাই পৃথিবী গোল হয়েও
আমাদের কোন সমস্যা হয় না ।

Total Pageviews