[অফার ]এয়ারটেল টু এয়ারটেল/রবি এর কল রেট ০.৫/১সেকেন্ড ও ১ জিবি ইন্টারনেট মাত্র ৩৭ টাকায়।

আমার ১৫শ পোস্ট এ শুভেচ্ছা।আপনি যদি এই পোস্ট জানেন তবে পড়তে পারেন কিন্তু দয়া করে বাজে কমেন্ট করবেন না প্লিজ।খারাপ কমেন্ট একজন টিউনার এর পরবর্তি পোস্ট করার আগ্রহ কমিয়ে দেয়।আজকে একটি অফারমূলক পোস্ট করলাম।আপনারা শুনে খুশি হবেন যে বাংলাদেশের ৩য় (রবি)ও ৪র্থ (এয়ারটেল) বৃহৎ অপারেটর মিলে এক হয়ে গেছে। অনেকেই ইতিমধ্যে জেনে গেছেন। এক ভাইয়া ট্রিকবিডি তে পোস্ট দিছে।ধন্যবাদ ভাইয়াকে।একত্র হয়ে তৈরি করেছে রবি নামে দেশের ২য় বৃহৎ অপারেটর।(সিগ্নাল এ নাম টা অবশ্য চেঞ্জ হয়নি এখনো)।যাইহোক দুই অপারেটর মিলে একটা বড় অফার দিয়েছে কল রেট এরআর তা হলো ঃযেকোন এয়ারটেল টু রবি/এয়ারটেল এ ০.৫/১সেকেন্ড।এ কথা বলা যাবে। এজন্য যেকোন এয়ারটেল থেকে ডায়েল করুন *123*25#NET OFFER রবি ও এয়ারটেল সিম এরর জন্যআর মাত্র ৩৭ টাকা (এসডি+ভ্যাট+শুল্ক সহ) পাচ্ছেন১ জিবি( ১০২৪ এম্বি) ডাটা প্যাক।মেয়াদ৩ দিন।প্যাক কিনতে ডায়েলঃ৪০ টাকার মত রাখুন।ডায়েল করুনঃ-*123*025#ক্রয় হয়ে গেলে তারপর Success দেখাবে।তাহলেইকাজ শেষ।ইন্টারনেট ব্যালেন্স চেক *778*18#বি দ্রঃ প্যাক টি সব এয়ারটেল/রবি তে একবার এ পাওয়া যাবে।(পোস্টপেড এর টা জানি না)আর দেয়ার মতো কোন স্কিনশট নাই।তাই দুঃখিত।

Total Pageviews