শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই ?
আশা করি সবাই ভালো আছেন। তো
বেশি কথা না বলে কাজের কথায়
আসা যাক। বাংলালিংক নতুন বা বন্ধ
সংযোগে ফিরে এলেই পাবেন ১
জিবি ইন্টারনেট মাত্র ৯ টাকায় এবং
সর্বোচ্চ ৫ বার এই অফারটি নিতে
পারবেন একজন গ্রাহক।
ইন্টারনেট এর মেয়াদ থাকবে
রিচার্জের দিন সহ ৭ দিন এবং প্রতি
মাসে ১ বার ৯ টাকায় ১ জিবি নিয়া
যাবে। এভাবে ৫ মাস এ ৫ বার ১
জিবি করে নিতে পারবেন।
বিস্তারিত নিচে দেয়া হলঃ-
বাংলালিংক-এর যে সকল প্রিপেইড
এবং কল অ্যান্ড কন্ট্রোল গ্রাহকরা ২৮
অক্টোবর, ২০১৬ বা এর পূর্ব থেকে
তাদের সংযোগ ব্যবহার করেননি
তাদের জন্য প্রযোজ্য
অফারটি প্রযোজ্য কিনা জানতে,
গ্রাহককে তার বাংলালিংক
নাম্বার লিখে 4343 নাম্বারে sms
করতে হবে (ফ্রি)
রি-অ্যাক্টিভেশনের পর গ্রাহক *124*34#
ডায়াল করলে 1gb ইন্টারনেট (মেয়াদ ৭
দিন) এবং (বাংলালিংক-
বাংলালিংক) নাম্বারে আধা
পয়সা/সেকেন্ড এবং ১পয়সা/সেকেন্ড
অন্য অপারেটরে (২৪ ঘণ্টা) কলরেটের
সাথে ১ সেকেন্ড পালস উপভোগ
করতে পারবেন (মেয়াদ ৩০ দিন)
সেই সাথে গ্রাহকরা ৯ টাকায় 1gb
ইন্টারনেট পাবেন। ৯ টাকায় 1gb
অফারটি আগামী ৪ মাস পাওয়া
যাবে। প্রতিমাসে গ্রাহক একবার
অফারটি নিতে পারবেন। এই সময়ের
মধ্যে প্রথম মাসও অন্তর্ভুক্ত।
ইন্টারনেটের মেয়াদ ৭ দিন
গ্রাহক যদি প্রথমবারের 1gb বোনাস
ইন্টরনেটের সাথে ৯ টাকা রিচার্জ
করে তবে অব্যবহৃত ইন্টারনেট পরবর্তী
বোনাস ইন্টারনেটের সাথে যুক্ত হবে
এবং সর্বোচ্চ মেয়াদ প্রযোজ্য হবে
৩০ দিনের স্পেশাল ট্যারিফের পর
প্রতি ৩৫ টাকা রিচার্জে এই মেয়াদ
৭ দিন করে বৃদ্ধি পাবে। ৩০ দিনের
মেয়াদ থাকাকালীন গ্রাহক ৩৫ টাকা
রিচার্জ করলে অধিকতর মেয়াদ
প্রযোজ্য হবে
ইন্টারনেট দিনরাত ২৪ ঘণ্টা ব্যবহার
করা যাবে
বোনাস ইন্টারনেট চেক করতে ডায়াল
*124*5#
গ্রাহক *166*243# ডায়াল করে অফারটি
আনসাবস্ক্রাইব করতে পারবেন
কলরেটে vat, sd এবং sc প্রযোজ্য
পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত
অফারটি চলবে
Home »
Grameenphone Free Internet Offer
» বাংলালিংক সিমে নিয়ে নিন ১ জিবি ইন্টারনেট মাত্র ৯ টাকায়। সর্বোচ্চ ৫ বার।