এবার যে কোন মোবাই দিয়ে চালান ফেসবুক তাও আবার কোন ডাটা চার্জ ছাড়াই

ফেসবুক চালানোর জন্য কোন ডাটা
প্যাক লাগবে না এবং প্রয়োজন হবে
না কোন ইন্টারনেট লাইনের। আপনি
আপনার স্মার্টফোনের মাধ্যমে কোন
ইন্টারনেট সংযোগ ছাড়াই ফেসবুক
চালাতে পারবেন।
*৩২৫# এ ডায়াল করে আপনি স্ট্যাটাস
দিতে পারবেন। সমগ্র ফেসবুক ঘুরে
বেড়াতে পারবেন সবসময়। এতে করে
আপনার খরচ হবে মাত্র ১ টাকা।
ফোনেট ওয়াইজ নামক এক কোম্পানির
কারণে আমাদের দেশের বিভিন্ন
অপারেটরে এই সুযোগ-সুবিধা রয়েছে।
প্রথমে *৩২৫# ডায়াল করে আপনার
ফেসবুক ইউজার নাম ও পাসওয়ার্ড দিন।
এরপর আপনি আপনার ফেসবুক ফিচারের
সাথে যুক্ত হবেন। এরপর আপনি মেসেজ
ও স্ট্যাটাস দিতে পারবেন। এছাড়াও
টাইমলাইন ঘুরে আসতে পারবেন।

Total Pageviews