গ্রাহকদের জন্য সুখবর ! মাত্র ১১ টাকায় ২ জিবি ইন্টারনেট প্যাক

আজকে আপনাদের সাথে যে টিউন টি শেয়ারকরবো সেটা আমাদের সকলের জন্য খুবই উপকারি*.একটা টিউন। আজকের টিউনের মূল বিষয় গ্রামিণফোন সিম এ ১১ টাকায় ২ জিবি ইন্টারনেট প্যাক।*.গ্রামিণফোন সিমের এই অফার টা আমরা অনেক বার পেয়েছি এবং আবারএই অফারটা বন্ধ ও হয়ে যায় মাঝে মাঝে তাই তখন আমাদের একটু সমস্যায় পড়তে হয়।তাহলে চলুন দেখে নিন কারা কারা এই অফার টা পাবেনঃযারা একটানা ৩ মাস গ্রামিণফোন সিম বন্ধ রাখছে এবং তিন মাসে ১৫০ কেবির নিচে ইন্টারনেট ব্যবহার হওয়া লাগবে।যারা উপরি উক্ত বিষয় সম্পর্কে আগে থেকে অবগত আছেন তারা নিশ্চই বুঝতে পারছেন। আর যাদের বন্ধ সংযোগ আছে তারা উপরের বিষয় বুঝে এপ্লাই করতে পারেন।এবার দেখুন কিভাবে বুঝবেন আপনি এই অফারের আওতায় আছেন কিনা।আপনার যে কোন গ্রামিণফোন সিম থেকে মেসেজ অপশনে গিয়ে লিখুন BHK NUMBER সেন্ড করুন 9999 নাম্বারে।যেমনঃ BHK 01784503420 > 9999 এ পাঠিয়ে দিন। তারপর যদি ইলিগেবল হয় তাহলে আপনি পাবেন ১১ টাকায় ২ জিবি।যদি এমন আসে তবে যে নাম্বার এর জন্য মেসেজ করেছিলেন সেই সিম টি ওপেন করুনটাকা লোড দিন। ১৫ টাকা দিলেই হবে। কাটবে কিন্তু ১১ টাকা।সিম ওপেন করে ডায়াল করুন *111*90# সাথে সাথে ১১ টাকা কেটে নিবে এবং পেয়ে যাবেন ২ জিবি ইন্টারনেটতারপর আপনার ইন্টারনেট প্যাক চালু হলে একটা মেসেজ পাবেনতাহলে আর দেরি কেন বন্ধ সংযোগ থাকলে আপনি নিজেও চেষ্টা করে পেতে পারেন ১১টাকায় ২ জিবি আর হ্যা এটা সর্বোচ্চ ৪ বার পাবেন।

Total Pageviews