ক্রিম মুখে দেওয়ার পর যদি মুখ দিয়ে ঘাম বের হয়। তাহলে কি ক্রিমের কার্যকারীতা নষ্ট হয়ে যাবে?

না গামে ক্রিমের কার্যকারীতা নষ্ট হবে না। এটা স্বাভাবিক একটা ব্যাপার। আমরা প্রতিদিন যে পরিমাণ পানি পান করি তা কিছু প্রস্রাব হিসেবে বের হয়, আর কিছু পানি ঘাম হয়ে বের হয়। আর এখন প্রচন্ড গরম তাই গাল ঘেমে যায় এবং ঘাম বের হয়। আপনি প্রতিদিন সকালে দুপুরে এবং রাতে ফেসওয়াস দিয়ে মুখ পরিষ্কার করে তারপর ক্রিম মাখবেন।

Last 7 Days Visitors