হানি লিউন কেডা কি তার পরিচয় কি তার কর্ম এসব কিছুই জানত না ক্লাস ৯ এ পড়া মারুফ

হানি লিউন কেডা কি তার পরিচয় কি তার কর্ম এসব
কিছুই জানত না ক্লাস ৯ এ পড়া মারুফ
ফেইসবুকে নিউজ ফিডে ব্যাপক হারে এই নামটি দেখতে
পাই সে।
কে এই রুপবতী নারি তা দেখার প্রবল আগ্রহ জন্মাল
মারুফের
তাই একদিন শখ করে হানি লিউন লিখে গুগলে সার্চ মারল
সে
হানি লিউনের ব্যাপক খোলা মেলা ছবি দেখে আতকে
উঠল মারুফ
তার জানে ধর ফরানি শুরু হয়ে গেল।নিজেকে ঠিক
রাখতে পারছিল না সে
আচ্ছা ক্লিক করে দেখিনা কি আছে এতে।ক্লিক করতেই
পর্ণ ওয়েব সাইটের ভিতরে প্রবেশ করল
এর পরের ঘটনা মাহফুজ ভাষায় প্রকাশ করিতে অক্ষম
এভাবে উঠতি বয়সী একটি তরুণ পর্ণে আসক্ত হইয়া গেল।
এরপর থেকে পর্ণ দেখা তার প্রতিদিনকার ভাত খাবার
মত একটি কাজে পরিণত হইল
হানি লিউনের মত পতিতা পর্ণ স্টারকে কেউ চিনত না।
মুলত আমার মত বেকুপ পোলাপাইন এর নাম ব্যাপক হারে
প্রচার করিয়া তাহার কদর বাড়ায়া দিয়াছি
এর নাম মুখে যত কম নেয়া যাই ততই মঙ্গল
এই পতিতার নাম নিয়া স্টাটাস দেয়ার ইচ্ছা কোনো
কালেই ছিল না
গত কয়েকদিনে মানুষের সানি লিউনের প্রতি আসক্তি
দেখিয়া আমি বিশেষ পুলকিত হইয়াছি
ইহার কুফল মানুষকে না জানাইলে আরো বেশি মানুষ
বিপথগামি হইয়া যাইতে পারে
তাই অনিচ্ছা সত্তেও এই স্টাটাস

Last 7 Days Visitors