[Grameenphone]জিপি দেখুন আগের বন্ধ সিমেরঅফার আপডেট দিয়ে কিভাবে গ্রাহকদের বাঁশ দিল।[Update:30/12/16]

আসসালামুআলাইকুম……♦আপনারা জানেন জিপি আগে ২ জিপি,৩জিপি তারও বেশি ফ্রি মেগাবাইট দিচ্ছিল…..♦এখন অফার দিছে বন্ধ সিমে শুধু এক মাসের কলরেট অফার….♦দেখে নিন বর্তমান আপডেট…..।♦যে সকল প্রি-পেইড নাম্বার (BPO এবং ERS ব্যতীত) ৫ নভেম্বর ২০১৬ থেকে বন্ধ আছে, সেসকল সিমের জন্য অফারটি প্রযোজ্য। এই অফারে ঠিক ২৯টাকা রিচার্জে যেকোনো জিপি নাম্বারে আধা পয়সা/সেকেন্ড (রাত ১২টা থেকে বিকাল ৫টা) কল রেট এবং অন্য নাম্বারে ১পয়সা/সেকেন্ড (২৪ ঘণ্টা) কল রেট ৩০ দিন মেয়াদে উপভোগ করতে পারবেন।♦সাথে ৫% এসডি, ১৫% ভ্যাট এবং ১% সারচার্জ প্রযোজ্য হবে। এছাড়া, ২৯ টাকা রিচার্জে ২৯ এমবি ডাটা ৩ দিন মেয়াদে ব্যবহার করা যাবে এবং ২ টি এসএমএস (যেকোনো লোকাল নাম্বারে) উপভোগ করা যাবে ৩০ দিন মেয়াদে। ব্যালেন্স চেক করতে ডায়াল করুন *১২১*১*২#।♦আপনার নাম্বারটি এই অফারটির আওতাভুক্ত কিনা চেক করতে “Dec017XXXXXXXX” লিখে পাঠিয়ে দিন 9999 নাম্বারে।

Total Pageviews