{Islamic}~কাউকে বিকৃত নামে ডাকলে , কি শাস্তি হতে পরে জানেন?

আল্লাহ বলেন, ‘হে ঈমানদারগণ!তোমাদের কোন সম্প্রদায় যেন অপরকোন সম্প্রদায়কে নিন্দা না করে।হতে পারে তারা তাদের চাইতেউত্তম। নারীরা যেন অন্য কোননারীকে ঠাট্টা না করে। হতে পারেতারা তার চেয়ে উত্তম। তোমরাপরস্পরের পিছনে বদনাম কর না এবংতোমরা পরস্পরকে মন্দ লকবে ডেকোনা।একজন মানুষের নাম শুধুমাত্র তারপরিচয় বহন করে না পাশাপাশিনামের মধ্যদিয়ে তার পরিবার,সংস্কৃতি ও মূল্যবোধ ফুটে উঠে। যেকারনে নাম সুন্দর ও সুন্দর অর্থবহহওয়া জরুরী। প্রত্যেক ব্যাক্তিই তারনামকে সবচেয়ে বেশী ভালবাসে যেকারনে সে কখনই চায় না তার কেওবিকৃত বা ব্যাঙ্গাত্বক ভাবে ডাকুক।নাম বিকৃত করার ফলে অধিকাংশসময় নামের আসল অর্থ পরিবর্তন হয়েযায় এবং নামের অর্থ বিকৃত হয়েঅনেক সময় বিপরীত অর্থ ধারণ করে।শব্দ বা উচ্চারণের বিকৃতি নামেরশ্রুতিমধুরতা কে বিনষ্ট করে করে।নামের মালিককে সবার কাছেহাস্যকর ভাবে উপস্থাপন করা,বিকৃতি করা , হাসি ঠাট্টা করারজন্য উপনাম দেয়া ব্যাক্তির হক নষ্টকরার নামন্তর।মানুষকে অপমান করা বা ঠাট্টামসকরা করার জন্য তার নাম বিকৃতকরা কবীরা গুনাহ এবং তা গীবতেরশামিল। সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুকমানুষের নামকে ভেংচিয়ে,বিদ্রুপাত্বক ভাবে, অথবা নামপরিবর্তন করে অন্য নামে ডাকা বড়ধরনের গুনাহের কাজ।আল্লাহ বলেন, ‘হে ঈমানদারগণ!তোমাদের কোন সম্প্রদায় যেন অপরকোন সম্প্রদায়কে নিন্দা না করে।হতে পারে তারা তাদের চাইতেউত্তম। নারীরা যেন অন্য কোননারীকে ঠাট্টা না করে। হতে পারেতারা তার চেয়ে উত্তম। তোমরাপরস্পরের পিছনে বদনাম কর না এবংতোমরা পরস্পরকে মন্দ লকবে ডেকোনা।ঈমানের পরে ফাসেকী কতই না মন্দনাম! যারা এসব থেকে তওবা করে নাতারাই হল যালিম’ বান্দার হক নষ্টকরার ব্যাপারে আল্লাহ তায়ালাকুরআনে কঠোর হুঁশিয়ারি উচ্চারনকরেছেন। এটা এমন একটা অপরাধ যাআল্লাহ ক্ষমা করবেন না, যা ক্ষমাপেতে হলে বান্দার কাছেই উপস্থিতহয়ে ক্ষমা নিতে হবে। হাদিসে রাসুলসা. এই ধরনের কাজকে তিরস্কৃতকরেছেন এবং এ কাজকে মারাত্মকগুনাহর কাজ বলেছেন ।কোরআনে আল্লাহ রাব্বুল আলামিনইরশাদ করেন, সুন্দরতম নাম সমূহেরঅধিকারী আল্লাহ, অতএব তোমরাসেসব নাম ধরে তাঁকে ডাকো। যারাতাঁর নাম বিকৃত করে তাদেরকে বর্জনকরো, তাদের কৃত কর্মের ফলতাদেরকে দেয়া হবে। আল্লাহতায়ালা কোরআনে কোনো মানুষকেবিদ্রুপাত্মক নামে ডাকতে নিষেধকরেছেন এবং অন্যত্র প্রত্যেককেতাদের পিতার নামানুসারে ডাকতেনির্দেশ দিয়েছেন। মানুষকেভিন্ননামে ডাকা, কটূক্তি করারমানে হলো তার কাছে ঋণী থাকা।অনেক সময় বন্ধু-বান্ধব বা কাছেরআত্বীয়রা মজা করতে যেয়ে একেঅপরকে উপনাম অথবা বিকৃত নামেডেকে থাকে। মজা করতে যেয়েও এইধরনের উপনাম অথবা বিকৃত নামেকাউকে ডাকা উচিত নয়। কারন মজাকরার জন্য হলেও কোনো মানুষেরঅবচেতন মন এটাকে ভাল জিনিসহিসেবে গ্রহণ করে না।এই বিকৃত মজা নিতে যেয়ে কাউকেউপনাম অথবা বিকৃত নামে ডাকলেআসলে তা নিজের ব্যক্তিত্বেরআকর্ষনটাই নষ্ট করে। কাজেইসাময়িক আনন্দ লাভের জন্য, একটুহাসি-মশকরার জন্য অন্যায়ভাবেকাউকে ডেকে গুনাহের পাল্লাভারি করবোনা। ভুল হলে ক্ষমা করবেন

Total Pageviews