২০০৭ থেকে ১৩/১৭ কেবি স্পিড এ ইন্টারনেট এ যাত্রা শুরু।
.
সময় টা ছিল সখ এর। আস্তে আস্তে সখ গাড় হতে লাগল। আর দিন দিন নতুন কিছু শিখতে লাগলাম,
নোকিয়া ৬৬০০ মোবাইল দিয়ে ওয়েব জগত এ পা দিলাম প্রাইভেট পড়ার টাকা মেরে ২০০৯ সাল এ ডুমেন কিনলাম।
.
তখনো ওয়েব ছিল আমার সখের জিনিস।
.
২০১০ সালে হঠাত করে খেয়াল করলাম, যে সখ এর জিনিস ও হতে পারে উপার্জনের রাস্তা। বিষয় টা তখনো সখ এর।
.
কিছু কিছু টাকা হাতে পেলাম, হাতে পেলাম নতুন ফোন।
.
২ চোখ রংচং এ ভরপুর। দেখতে দেখতে কেটে গেল ৩ বছর, সময় টা প্রেম এ হাবুডুবু সে কথা থাক,
.
২০১৩ তে পাড়ি দিলাম ঢাকা ভাল কিছু করতে হবে গ্রাম এর ইন্টারনেট আমার চলে না। দিন গুলি ভালই কাটল, অনেক আনন্দে কেটেছে দিন।
.
কোন এক দিন মন হঠাত আর মানতে চাইলো না, গ্রাম কে খুব মিস করতে লাগলাম।
.
দিন যায় আর আমার গ্রামের কথা মনে পড়তে থাকে,
.
এক সময় মনে হল লাগবে না বেশি সুখে থাকা গ্রাম এ যা পারি করে খাব।
.
প্রিয় বন্ধু কে একা ঢাকা ফেলে চলে আসলাম গ্রামের বাড়ি।
.
চলতে লাগল দিন........
.
হঠাত শুনলাম গ্রামিন ফোন 3G দিল গ্রাম এ, আনন্দে মন মাতলো।
.
সেই কচ্ছপ গতির ইন্টারনেট নিয়ে সুরু হল পথ চলা। ২০১৪ তে আমি সফল ফ্রিলান্সার।
.
আস্তে আস্তে নিজের কেরিয়ার গরতে লাগলাম গ্রামে বসে। গ্রাম থেকে নিজের ঘরে বসে এতটা সফল হতে পারবো ভাবিনি।
.
২০১৬ তে আমার সব হল। আর সবচেয়ে মজার বিষয় হল আমার সেই গ্রাম এর বাড়ি তে আজ 7mbps স্পিড এর ব্রডব্যান্ড লাইন লাগাইলাম।
.
বাড়ির সামনের চায়ের দুকান আজ ফ্রি Wifi জোন।
.
ইচ্ছা থাকলে উপায় হয়। আমার এখন একটাই ইচ্ছে বাকি জিবন টা গ্রাম এ কাটানোর।
এটি কোন গল্প নয়, এটি আমার বাস্তবতা।
Its the story of Kawser Ahamed Joy of the Successful freelancer of Bangladesh.
Home »
online Earning Tips
» ২০০৭ থেকে ১৩/১৭ কেবি স্পিড এ ইন্টারনেট এ যাত্রা শুরু- Kawser Ahamed Joy