Home »
Grameenphone Free Internet Offer
» জিপিতে অল্প টাকায় বেশি মেগাবাইট নিয়ে নিন (সর্বোচ্চ ১ পয়সায় ১ এম্বি)
জিপিতে অল্প টাকায় বেশি মেগাবাইট নিয়ে নিন (সর্বোচ্চ ১ পয়সায় ১ এম্বি)
এই অফার টি সবার জন্য প্রযোয্য নাও হতে পারে। আপনি এই অফার এর জন্য এলিগেবল কিনা জানতে ডায়েল করুন*999*2#। ফিরতি মেসেজ এ যদি এরকম আসে“Registration Sofol Hoyeche. Apnar usage target 4 minute……”তাহলে আপনি এই ট্রিকটি করতে পারবেন।এই কাজটি আপনি দুইভাবে করতে পারবেন।পদ্ধতি ১)* আপনি ৩৯, ৭৯ বা ১০৯ টাকা রিচার্জ করলে এক পয়সা সেকেন্ড চালু হবে।* আপনি প্রথমে ৪ মিনিট কথা বলবেন। একটানা কথা না বললে ও হবে। ২.৫০ টাকারমত কাটবে।* তারপর প্রতি কলের জন্য আপনি পাবেন ১ এম্বি। এখানে আপনি যেকোন জিপি নাম্বারে ফোন করে এক সেকেন্ডের জন্যধরতে হবে তারপর ফোন কেটে দিবে। এজন্য আপনি ১ এম্বি পাবেন। এভাবে প্রতি ১ সেকেন্ড কল করার জন্য এক এম্বি পাবেন।দ্রুত কল করার জন্য টিউনটির নিচের অংশ দেখুন।পদ্ধতি ২)*.প্রথমে *121*1*5*2# ডায়েল করে আপনার অন্য ফোনের নাম্বার দিন। এতে আপনার অন্য ফোনের সাথে সুপার এফএনএফ হবে। ফলে প্রতি কলে ১০ সেকেন্ড পালসে ৬ পয়সা/সেকেন্ড কাটবে। (১০ সেকেন্ড-এ ও ৬ পয়সা কাটবে)*.এখানে আপনি ১.৭০ টাকায় ৪ মিনিট আনতে পারেন। এটা আনতে ডায়েল করুন *1000*1#।*.এখন আপনি ৪ মিনিট কথা বলে কেটে দিন। তারপর প্রতি কলের জন্য পাবেন ১ এম্বি করে।*.অর্থাৎ আপনি একটি কল করে এক সেকেন্ড কথা বলার পর কেটে দিন। ফলে আপনার কাটবে ৬ পয়সা এবং পাবেন ১ এম্বি।*.এছারাও আপনি যদি মিনিট দিয়ে কথা বলেন তাহলে প্রতি মিনিটে পাবেন ১০ এম্বি। কেননা জিপির সিস্টেম আনুযায়ী ২ মিনিট = ১.১০০ মিনিট হয়। এবং প্রতি ১ সেকেন্ড কলে তা ১.৯০ এ নেমে আসে। ফলে বুঝা যায় যেজিপিতে মিনিটের ক্ষেত্রে তা ০.১০ পালসে কাজ করে।ত এভাবে একটু কষ্ট করে হাতিয়ে নিন অনেক মেগাবাইট।এই প্রসেস টা দ্রুত করার জন্য আপনিTak zangএপ টা ব্যবহার করতে পারেন। এই এপটি অটোমেটিক্যালি অনেক মিসড কলদিতে পারে। এবং আপনার অন্য ফোন যদি রুট হয় তাহলে আপনি এই আপ দিয়ে ফোন অটোরিসিব ও করতে পারবেন।