যে ব্যাক্তি প্রতিদিন ওযূর সাথে দুই শত বার #সূরা_এখলাস পাঠ করবে আল্লাহ তা'আলা তাকে নয়টি নেয়ামত দান করিবেন।

* গজবের ৩০০ দরজা বন্ধ করে দিবেন।
* রহমতের ৩০০ দরজা খুলে দিবেন।
* রিজিকের ৩০০ দরজা খুলে দিবেন।
* আল্লাহ তাকে ইলম, ধৈর্য ও বুঝ দান করেন।
* ৬৬ বার কুরআন শরীফ খতম করার সাওয়াব দান করেন।
* ৫০ বছরের গুণাহ মাফ করে দিবেন।
* জান্নাতের বিশাল ২০ টি মহল দান করবেন, যা নির্মত
হবে ইয়াকুত মারজান,জমরুন দ্বারা।
* দুই হাজার রাকাত নফল নামাযের সাওয়াব দান করবেন।
* মৃত্যুর পর তার জানাযার এক লক্ষ দশ হাজার ফেরেশতা
অংশগ্রহণ করবে।

Total Pageviews

1119