প্রবাস জীবন

আসসালামু আলাইকুম"
★★★এটা পড়ার অনুরোদ রইল বিশেষ করে যারা প্রবাসীদের পছন্দ করেনা তারা মন দিয়ে পড়বেন★★★
👉🏿আজকাল অনেক মেয়েই প্রবাসীদের বিয়ে করতে চায় না।
আবার যে মেয়েগুলো বাবা মায়ের চাপে প্রবাসীদের বিয়ে করে তাঁরাও স্বামীর সাথে ভাল ব্যাবহার করতে দেখা যায় না :
কিন্তু প্রবাসীদের বিয়ে করা যে কতটা সুভাগ্যের ব্যাপার তা অনেক মেয়েই বুঝে না।
যেমন:-
👉🏿 প্রবাসীরা যখন বিয়ে করে তখন যৌতুক নেয় না উল্টো মেয়ের পরিবার কে দেয় 🙂
👉🏿 নামাজী হয় স্ত্রীকে পর্দায় রাখে❤️
👉🏿 বিনা কারনে ঝগরা করে না👿
👉🏿 সবসময় স্ত্রীর খোঁজ খবর নেয়👍
👉🏿 সংসারে স্ত্রীর মতামতে গুরুত্ব দেয়👏
👉🏿 রক্ত পানি করে পরিশ্রম করে টাকা রোজগার করে দেশের সবাইকে ভালবেসে সেই কষ্টে অর্জিত টাকা পরিবারের সবাইকে দেয়, যেন পরিবারের মানুষ গুলা একটু ভালো থাকে👍🏿
👉🏿 পরিবারের সবার চাহিদা পূরণ করতে করতে নিজের চাহিদার কথা অজান্তেই ভুলে যায়😭
👉🏿 সব মিলিয়ে একটি সুখি সংসার গড়ার চেষ্টায় হাজার কি.মি পাড়ি দেয়। শুধু পরিবারের সুখের জন্য ।
👉🏿 কিন্তু স্ত্রীরা স্বামীর টাকায় বিলাসিতা করে মার্কেটে ভিড় জমায়💃🏿
👉🏿 একটু ও বুক কাপে না পরকিয়া করতে👯
👉🏿 প্রবাসী স্বামী ঠিকই বিশ্বাস করে স্ত্রীকে লাখ লাখ টাকা কষ্টের উপার্জন দিয়ে দেন। একবারও চিন্তা করি না, এই প্রবাসীদের অর্থে, সমাজ, দেশের সবাই উপকৃত হচ্ছে। আমরা মেয়েরা পারি না, সেই সোনার মানুষগুলোর ভালবাসা, বিসর্জন কে সম্মান দিতে ।
আমরা পারি না, তাদের পবিত্র, আমানত,ভালবাসা,অর্থ, সম্পদ কে রক্ষা করতে ?
আমি একজন প্রবাসিনী , আমার বাবা , আমার ভাই আমার পরিবারের সবাই প্রবাসে থেকে বুঝতে পারি দেশকে কতটা মিস করি।
আসুন আমরা,,, আমাদের প্রবাসী কারো স্বামী,ভাই,সন্তানদের ভালোবাসি।
(ভালো লাগলে সেয়ার করে অন্যকে পড়ার সুযোগ করে দিন)
সুমন ইসলাম সুমন

Total Pageviews