ভিডিওতে ওয়াটারমার্ক যোগ করবেন যেভাবে দেখুন।….

অনলাইনে এখন যে কোনো কিছু সহজেই কপিকরা যায়। এ ক্ষেত্রে পিছিয়ে নেই ভিডিও। ইউটিউব বা অন্য কোনো মাধ্যম থেকে আপানার ভিডিওটি যে কেউ কপি করেনিজের নামে চালিয়ে দিতে পারে। এ রকম ঘটনা হরহামেশায় ঘটছে। তাই কপি-পেস্ট ঠেকাতে ওয়াটারমার্ক বেশ কাজের।এ মার্ক করা থাকলে ছবি বা ভিডিওটি কাদের তৈরি সেটি অন্তত জানান দেবে। ভিডিওতে ওয়াটারমার্ক দিয়ে নিজেরনাম বা প্রতিষ্ঠানের নাম যুক্ত করলে সেটি সহজে কেউ কপি করে নিজের নামে চালিয়ে দিতে পারবে না।কিভাবে ভিডিওতে ওয়াটারমার্ক যুক্ত করতে হবে তা এ টিউটোরিয়ালে তুলে ধরা হলো।প্রথমে সনি ভেগাস প্রো’য়ের টাইম লাইনে যেতে হবে। তারপর মাউসের রাইট বাটনে ক্লিক করে ‘inset video track’-এ ক্লিক করতে হবে।এরপর নতুন একটু ট্র্যাক অপশন সবার উপরে সংযুক্ত হবে। সেখানে মাউসের রাইট বাটনে ক্লিক করতে হবে। তারপর ‘inset text media’-তে ক্লিক করতে হবে। তারপর টেক্সট লেখাট অপশন ‘video media generators’ চালু হবে। সেখানে যে লেখাটি ওয়াটার মার্ক দিতে চান সেটি লিখতে হবে।টেক্সট অপশনটি ভিডিওটির যেখানে যু্ক্ত করতে চান সেখানে মাউস ধরে নিয়ে রাখতে হবে। চাইলে টেক্সটের অপাসিটি কমিয়ে দিতে পারেন। এ কাজ করতে টাইম লাইনে টেক্সট লেয়ারের উপর মাঝ বরাবার এটি ছোট হলুদ বার দেখা যাবে।সেখানে মাউস রেখে হলুদ বারটি নিচে মানিয়ে দিতে হবে। যত নিচে নামবে অপাসিটি ততো কমবে। এরপর টেক্সট লেআউটটি টেনে সম্পূর্ণ মূল ভিডিওর সমান টাইমের সঙ্গে মিলিয়ে দিতে হবে।

Total Pageviews